আমাদের কথা খুঁজে নিন

   

বার্সা, আতলেতিকোর শিরোপা ‘যুদ্ধ’

শিরোপার গতিপ্রকৃতি নির্ভর করা ম্যাচটির বাড়তি আকর্ষণ -- লিওনেল মেসি ও দিয়েগো কস্তার ব্যক্তিগত লড়াই। যদিও তারকা দ্যুতিতে টানা চারবারের ফিফা বর্ষসেরা মেসির ধারে-কাছেও নেই আতলেতিকোর ব্রাজিলীয় বংশোদ্ভূত স্ট্রাইকার কস্তা।

এ মৌসুমটা তেমন ভালো কাটছে না মেসির। উরুর চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছে বার্সার আর্জেন্টাইন ‘জাদুকর’কে। তবে এত দিনের অনুপস্থিতিও মেসির নান্দনিক ফুটবলে আঁচড় ফেলতে পারেনি।

গত বুধবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে গেতাফের বিপক্ষে ৬৪ মিনিটের সময় বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করেছেন তিনি। ম্যাচটা বার্সা জিতেছে ৪-০ গোলে।

কস্তা এখনো মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশাল তারকা হয়ে উঠতে না পারলেও এবারের মৌসুমে দারুণ ছন্দে আছেন। ১৯ গোল করে লা লিগার গোলদাতার তালিকায় তার অবস্থান দ্বিতীয়। একটি গোল বেশি নিয়ে শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদের রোনালদো।

ম্যাচটি আতলেতিকোর ঘরের মাঠে হওয়ায় কয়েক মাস আগে স্পেনের নাগরিকত্ব পাওয়া কস্তা বার্সার ডিফেন্ডারদের কঠিন পরীক্ষাতেও ফেলতে পারেন।

একটু অন্য ধরনের এক পরিসংখ্যান কিছুটা এগিয়ে রেখেছে আতলেতিকোকে। এবারের মতো লিগ টেবিলের সেরা দুইয়ে থাকা অবস্থায় গত ২০ বছরে এর আগে তিনবার দেখা হয়েছিল আতলেতিকো ও বার্সার। এর মধ্যে দুটোতে আতলেতিকো বিজয়ী, অন্যটিতে বার্সেলোনা।

১৯৯৫-৯৬ মৌসুমে বার্সার চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে মুখোমুখি হয়েছিল আতলেতিকো।

সেই ম্যাচ ৩-১ গোলে জিতে শিরোপার পথ প্রশস্ত করেছিল মাদ্রিদের দলটি। সেটাই অবশ্য আতলেতিকোর শেষ লা লিগা শিরোপা।

তবে লিগে শিরোপা-সংখ্যায় বার্সা অনেক-অনেক এগিয়ে। এখন পর্যন্ত বার্সা ২২ বার লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নও তারাই।

অন্যদিকে আতলেতিকো শিরোপা জিতেছে ৯বার।

সর্বশেষ পাঁচ মুখোমুখি লড়াইয়েও মেসিদের দল অনেক এগিয়ে। বার্সা জিতেছে তিনটি, বাকি দুই ম্যাচ ড্র।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।