ম্যাক্সিমাসের এই মডেলটি কেনার পর ভাবলাম আপনাদেরও জানাই এর অভিজ্ঞতা। লো-এন্ডের এই এন্ড্রয়েডটি সর্ম্পকে নিচে বিস্তারি লেখা হল।
আমার সর্বশেষ ক্রয় মূল্য ৪৪৮০/=, তবে শুরুতে ৪৭০০/= চাইতে পারে।
Processor : ARM Cortex-a7 ,1.0 Ghz,Cores :2
598Mhz-1.00 ghz
GPU vendor: ARM
GPU Renderer: Mali-400 MP
Android Version : 4.2.2
Screen Resulation:320/480
Total Ram : 256 mb
ফ্লাশ বাতি: নেই।
সিম স্লট : ২টি
ক্যামেরা : main 3 mp , front : .3 mp
সেটের সফটওয়্যার দিয়ে ছবি তুললে খুব ভালমানের ছবি আসবে না, আবার একেবারে ফেলে দেবার মতও হবে না।
তবে, ক্যামেরাটি আলো সংগ্রহ করতে পারে কম, তাই অল্প আলো বেশ সমস্যার সৃষ্টি করতে পারে। ভিডিও রেকর্ড করবে সর্বচ্চ 3gp তে 864/480 pixel resulation এ। ছবি তুলতে পারবেন সর্বচ্চ 2048/1536 pixel এ। front camera দিয়ে প্রায় 480/352 pixel resulation এ ছবি তোলা যাবে। তবে Camera MX সফটওয়্যারটি দিয়ে ছবি তুললে ভিডিও এবং ছবিতে বেশ ভাল কোয়ালিটিই পাবেন, তখন ভিডিও mp4 এ 864/480 pixel resulation এ তুলতে পারবেন।
সেটের নিজস্ব মেমরী মাত্র ১২ mb. 3g এবং wi-fi আছে, তবে সম্ভবত খুব বেশী শক্তিশালী নয় wi-fi system.
আগে একই রকম পোষ্ট দেয়া হলে তার জন্য দু:খিত।
[Camera Mx দিয়ে তোলা, রেজুলেশন কমানো]
[সেটের camera দিয়ে তোলা, রেজুলেশন কমানো]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।