স্মৃতির খেরোখাতা খুলে দেখো, হয়তো পাবে আমায়। এতদিন সাঈদীর টেপ নিয়ে অনেক ছাগুকেই ম্যাতকার করতে দেখা গিয়েছে। এটা সফটওয়্যার, ফটোশপ (), নকল কন্ঠ ব্লা ব্লা ব্লা......।। কিন্তু ঐ কথোপকথন প্রকাশকারী বাংলা লিকস্ যখন বলল, প্রমাণ করতে পারলে তারা এক লক্ষ ডলার দেবে ও নিজেদের সব দোষ স্বীকার করে নেবে মাথাপেতে, তখন কোন ছাগুকে দেখলাম এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে! এর মানে কি এই যে ব্লগে একটাও খাঁটি ছাগু নেই? এর মানে কি এই যে সব সুবিধাবাদী ছাগু ব্লগে? Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।