আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাচের নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা

পাকিস্তান অধিনায়ক মিসবাহ্-উল-হক আউট হওয়ার পরও জয়ের রাস্তাটা পরিষ্কার হয়নি শ্রীলঙ্কার। তবে নতুন করে প্রতিরোধ গড়ে তুলেছেন সরফরাজ আহমেদ। দুবাই টেস্টের চতুর্থ দিন শেষে ১০৭ রানের লিড নিয়েছে পাকিস্তান। হাতে রয়েছে তিন উইকেট। আজ পঞ্চম দিনে পাকিস্তানের ভরসা সরফরাজ।

তিনি অপরাজিত রয়েছেন ৭০ রানে। এই পাক ব্যাটসম্যান যতক্ষণ উইকেটে থাকবেন ততক্ষণ ম্যাচ বাঁচানোর সম্ভাবনাও থাকবে। কার্যত দুবাই টেস্টের নিয়ন্ত্রণ লঙ্কানদের হাতেই। শেষ দিনে যত দ্রুত পাকিস্তানকে অলআউট করতে পারবে জয়টা ততই তাড়াতাড়ি আসবে। তবে নাটকীয় কোনো ঘটনা না ঘটলে, লঙ্কানদের জয়ের সম্ভাবনাই বেশি।

আগের দিনের মতো কাল ইউনুস খানের সঙ্গে মিসবাহর জুটিটা খুব একটা জমে ওঠেনি। সকালের সেশনেই ৭৭ রান করে বিদায় নেন ইউনুস। ১২৯ রানের এই জুটি ভাঙার পর এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মিসবাহ। কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে রঙ্গনা হেরাথের একটি গুড লেন্থ বল সব এলোমেলো করে দেয়। মিসবাহর ৯৭ রানে বিদায়ের পরও ম্যাচে ফিরে আসে শ্রীলঙ্কা।

শেষ দিকে বিলাওয়াল ভাট্টিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সরফরাজ। তাদের সপ্তম উইকেট জুটিতে আসে ৬৭ রান। ভাট্টি ৩২ রান করে আউট হওয়ার পর সাঈদ আজমলকে নিয়ে দিনের বাকি সময়টা পার করেন তিনি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ সাত উইকেটে ৩৩০ রান। প্রথম ইনিংসে মিসবাহর দল মাত্র ১৬৫ রানে অলআউট হয়েছিল।

শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৮৮ রান।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.