গোটা শহরটা জমে বরফ হয়ে গেছে। তাপমাত্রা মাইনাস ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর চীনের হুলুনবিয়ার শহরের তাপমাত্রা হিমাঙ্কের এত নিচে আগে কখনও নেমেছে বলে শোনা যায় না।চারিদিক কেবল বরফ আর বরফ। রাস্তায় কোনো যানবাহন নেই বললেই চলে। শুধু ট্রেন চলছে।
হাড়কাঁপানো ঠাণ্ডার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। দৃশ্যমানতা থাকছে ৫০ মিটারের কম। আবহাওয়া দফতর জানিয়েছে, কনকনে ঠাণ্ডা থেকে শিগগিরই রেহাই মিলছে না; বরং তাপমাত্রার পারদ আরও কয়েক ধাপ নামতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।