www.kuhelika.com
উইকিলিকস মাত্র দুইমাস আগে মার্কিনি কূটনীতিবিদদের ব্যাপক তারবার্তা প্রকাশের পর আবার ঘোষণা দিয়েছে, তারা মার্কিনিদের সংগৃহীত দলিলপত্রের মাত্র এক শতাংশ প্রকাশ করেছে।
তাদের কাছে মার্কিনিদের মোট ২ লাখ ৫১ হাজার ২শ ৮৭ তারবার্তার প্রামাণ্য দলিল রয়েছে। এ থেকে মাত্র ২ হাজার ৬শ ২৮টি দলিল প্রকাশ করা হয়েছে। রোববার বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। খবর- জিনিউজ, এনডিটিভি।
উইকিলিকিস যা করেছে
উইকিলিকস পৃথিবীর মানুষের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার আড়ালে তাদের গোপন কূটনৈতিক কার্যকলাপের দলিল তুলে ধরেছে, যা মার্কিনিদের দ্বিমুখিতার প্রমাণ পাওয়া যায়। তাদের দলিলের মধ্যে পাওয়া যায় কীভাবে আরব রাষ্ট্রগুলো ইরাককে আক্রমণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করেছে, চীন কীভাবে উত্তর কোরিয়ার জোটকে ভেঙে দিতে চেয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন বিভিন্ন দেশের মার্কিনি প্রতিপক্ষ কূটনীতিবিদদের আঙুলের ছাপ, কম্পিউটারের পাসওয়ার্ড এবং তাদের ডিএনএ সংগ্রহের নির্দেশ দেন।
কার্ন রস একজন সাবেক এক ব্রিটিশ কূটনীতিবিদ। ইরাক যুদ্ধের পর তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তিনি সংবাদ মাধ্যমকে জানান, ‘উইকিলিকস এমন তথ্য সংগ্রহ করেছে, যা থেকে জানা যায় কীভাবে বিশ্বনেতারা একে অপরকে বার বার মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন তাদের মিত্রদেশকে, এমনকী নিজের দেশের জনগণকে পর্যন্ত মিথ্যা বলছেন।
’
তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, ‘দ্বৈত ভূমিকা পালন করতে হয়েছে কূটনীতিবিদদের। এ কেমন ধরনের কূটনৈতিকতা?‘
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।