বান্দরবানের লামায় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ১৯ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সকাল ৯টার দিকে সড়ক পথে আলীকদম যাওয়ার সময় লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ছয়মাইল এলাকায় সেনা সদস্য বহনকারী গাড়িটির সঙ্গে পাহাড়ের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি উল্টে গেলে ১৯ সেনাসদস্য আহত হন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত ১০ জনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের উদ্ধার করে আলীকদম সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গলের একটি দল গাড়িতে (নং- ০৮১৫৩৪) করে আলীকদম যাচ্ছিলেন। পথিমধ্যে, গাড়িটি লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ছয়মাইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ১৯ সেনা সদস্য আহত হন।
এর মধ্যে ১০ সেনা সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জাহান খান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।