আমাদের কথা খুঁজে নিন

   

লামায় হাতির দাঁতসহ আটক ৫

বান্দরবানের লামা ‍উপজেলায় হাতির দু’টি দাঁতসহ পাঁচ পাচারকারীকে আটক করেছেন হিল আনসার ভিডিপির সদস্যরা। আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের নয়াপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সৈয়দ আহমদ (৪০), জাকির হোসেন (৩৫), মো. সেলিম (৩২), মংক্যাউহ্লা মার্মা (৩৭) ও আলমাস খাতুন (৪৫)।

জানা গেছে, পাচারকারীরা লামা উপজেলার গজালিয়া, কক্সবাজারের চকরিয়া ও উখিয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে পাঁচ পাচারকারী তিনটি রিকশাযোগে ফাইতং থেকে পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাচ্ছিলেন।

এ সময় রিকশায় থাকা যাত্রীদের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয় হিল আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার মো. ইস্রাফিল রিকশা থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের কাছে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে হাতির দু’টি দাঁত উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দাঁতসহ পাচারকারীদের ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।

ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. তারেকুর রহমান জানান, দাঁতসহ আটক পাঁচজনকে দুপুর দেড়টার দিকে লামা থানায় সোপর্দ করা হয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জাহান খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।