সোমবার বেলা সাড়ে ১১টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বসার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রোববার নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন লতিফ সিদ্দিকী, গত সরকারে যিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভবিষ্যত পরিকল্পনা কি হবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন “আমি তো কিছুই জানি না, আমি সবেমাত্র, আগে দেখে নিই, শিখি কয়েকদিন, আমি মন্ত্রণালয় সম্পর্কে কোনো মতামত দেবো না। ”
আগামীতে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের কোনো উদ্যোগ সরকারের থাকবে কি না জানতে চাইলে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “কিসের দল, গণতন্ত্রে যারা বিশ্বাস করে না তারা বিভিন্ন রকম চক্রান্ত করে, এখানে তো সব দল বলতে আমি কিছু বুঝি না। ”
আগামীতে বিএনপির সঙ্গে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণতন্ত্র হলো সমঝোতার বিষয়।
যারা স্বৈরাচার, যারা সন্ত্রাস, যারা ধর্মীয় জঙ্গিবাদ তাদের সাথে আওয়ামী লীগের সমঝোতা হতে পারে না।
“জনগণের যারা আশা-ভরসা তাদের সাথে সমঝোতা হবে, যারা নির্বাচনে জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে যায় তাদের সাথে সমঝোতার জায়গাটা কোথায়। ”
জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকারের আন্তরিকতা তুলে ধরে লতিফ সিদ্দিকী বলেন, “আমরা আরো দায়িত্বশীল হচ্ছি। জনগণের প্রতিশ্রুতি পূরণ করতে চাই। ”
সচিবালয়ে নিজ কক্ষে ঢোকার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।