মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহরুল হক সোমবার শুনানি করে এই আদেশ দেন।
দুই বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় জামিন শুনানি হয় এই আদালতে।
এর মধ্যে রিজভী গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানার এক মামলায় এবং হান্নান হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মতিঝিল থানার দুই মামলায় জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে বিচারক তিনটি আবেদনই নাকচ করে দেন।
তবে বিএনপির দুই নেতা শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না।
হাকিম আদালতে জামিন আবেদন নাকচ হয়ে যাওয়ার পর জজ আদালতে এই আবেদন করেছিলেন হান্নান ও রিজভী।
গত ৩০ নভেম্বর নয়া পল্টনে বিএনপি কার্যালয় থেকে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে হরতাল-অবরোধে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রিজভীকে গ্রেপ্তারের পাঁচ দিন আগে ২৫ নভেম্বর রাতে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয় হান্নান শাহকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।