আমাদের কথা খুঁজে নিন

   

ছোটভাই কাদেরকে দলের মুখপাত্র করলেন এরশাদ

এরশাদের রাজনৈতিক ও প্রেস সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদ তার দলীয় মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব প্রদান করেছেন। ”

জাতীয় পার্টির চেয়ারম্যানের সকল নির্দেশনা এই দুই নেতার মাধ্যমে প্রচার ও প্রকাশিত হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “অন্য কেউ পার্টির চেয়ারম্যান বা দলীয় মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে পার্টির পক্ষে নীতি নির্ধারণী বিবৃতি দিতে পারবেন না বলে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এক সাংগঠনিক নির্দেশে জানিয়ে দিয়েছেন। এটা জাতীয় পার্টি ও পার্টির সংসদীয় দল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ”

দশম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে বারবার অবস্থান পরিবর্তনের জন্য সমালোচিত এরশাদ গত ৩ ডিসেম্বর অনেকটা আকস্মিকভাবেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এরপর দলের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার ও নির্বাচনকালীন সরকার থেকে নিজ দলের সদস্যদের পদত্যাগেরও নির্দেশ দেন তিনি।

গত ১২ ডিসেম্বর ‘আটক’ হয়ে চিকিৎসার জন্য সিএমএইচে যান এরশাদ। সিএমএইচে থাকা অবস্থায় নির্বাচনে রংপুর-১ আসনে জয়ী হন তিনি।

এরশাদের নির্দেশ অনুযায়ী নির্বাচন বর্জন করে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটে কোনো প্রকার প্রচার চালাননি তার ছোটভাই জি এম কাদের। ওই আসনে পরাজিতও হয়েছেন তিনি।

তবে নির্বাচন ‘বর্জন’ করলেও পটুয়াখালী ৩ আসন থেকে জয়ী হয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।