দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের লেখক-পাঠক-শুভানুধ্যায়ী সংগঠন বন্ধু প্রতিদিন ও অফিসার্স ক্লাব ঢাকার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। সম্প্রতি রাজধানীর কদমতলীতে জনতাবাগ হাই স্কুল অডিটোরিয়ামে নাক-কান-গলার স্বাস্থ্যসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এ ক্যাম্প পরিচালনা করেন বন্ধু প্রতিদিন চিকিৎসক কমিটির সভাপতি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু। সার্বিক পরিচালনায় ছিলেন বন্ধু প্রতিদিন পূর্বাঞ্চলের আহ্বায়ক আশরাফ বিন সামসুদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্পেইন শুরু করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্ধু প্রতিদিন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর শামছুল হক রাসেল। অতিথি ছিলেন এডভোকেট কামাল হোসেন পাটোয়ারী, হাফিজুর রহমান, শফিকুল আলম, সাইদুল ইসলাম ও মারুফ হোসেন। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন বন্ধু সদস্য আল আমিন, ইমরুল, সজীব ও সাকিব। ফ্রি মেডিকেল ক্যাম্পটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্প পরিচালনার প্রত্যাশা রাখেন স্থানীয় জনগণ।
* বন্ধু ডেস্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।