বিশ্বে প্রভাব বিস্তারকারী ৩০ জনের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকার। টাইমসের পক্ষে ‘ইউ গভ’ নামক একটি সংস্থা, ‘বিশ্বের সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তির জরিপ’ শিরোনামে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, চীন, মিশর, নাইজেরিয়া ও ব্রাজিলের ১৪ হাজারেরও বেশি লোকের মধ্যে এ জরিপ চালায়। এ তালিকার শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
টেন্ডুলকারের পর ১৫তম স্থানে রয়েছেন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। ২১তম স্থানে বাস্কেটবল খেলোয়াড় যুক্তরাষ্ট্রের মাইকেল জর্দান।
পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান রয়েছেন যথাক্রমে ২২ ও ১২তম স্থানে।
প্রভাব বিস্তারকারী শীর্ষ দশে ব্রিটেনের কেউ জায়গা পায়নি। ব্রিটিশদের মধ্যে সর্বোচ্চ ১৬তম স্থানে রয়েছেন স্টেফেন হাওকিনস। ভারতে জরিপে টেন্ডুলকার সবার উপড়ে থাকবেন এটা ছিল প্রত্যাশিত। কিন্তু বিস্ময়করভাবে মোদি, গেটস ও বচ্চনকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে ছিলেন ওবামা।
সূত্র: বাসস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।