২০১৩ আমার জন্য সত্যিই লাকি নাকি আনলাকি আজকের দিনটির পর একটু ধান্দায় পড়ে গেলাম……… আমার কাছের বন্ধুদের দিনটি কেমন গেল সেটা আগে একটু জানাই…… বছরের প্রথম দিনেই সবচেয়ে কাছের বন্ধু তৃতীয় বারের মত একজনকে তার গলায় ঝোলানোর পথে ৮৫% অগ্রসর হয়েছে………… যদিও পূর্বের অভিজ্ঞতা বলে এটার যে বাঁশ আগে আমার পর্যন্ত এসেছিল তাতে এবার ও যে কপালে কি আছে আল্লাহ ই ভাল জানে………. সেক্ষেত্রে আনলাকি হওয়ার সম্ভাবনা ৯৯%। বিকালে অন্য একজন বন্ধুর বাসা থেকে ফোন আসল বাবা স্ট্রোক করছে এখন হাসপাতালে…… আর আমার কথায় আসি…… ২০১৩ এর প্রথম দিনেই ফোন পেলাম একটা টিউশনি করাতে হবে অনেক ভাল টাকা দিবে………খুব খুশি হলাম…… তারপর বলল বড়লোকের দুই দুই জন মেয়েকে পড়াইতে হবে একসাথে… কপালে যে কি আছে এবার ও আল্লাহ ই ভাল জানে……….
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।