বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কতজন কত আলোচনা করে, সমালোচনা করে, চায়ের কাপে ঝড় তুলে তার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমি চুপ মেরে থাকি। মনে মনে হাসি। কেননা, আমি হলাম সাধারণ একজন জনগণ। মানে ছাগলের তিন নম্বর বাচ্চা।
বর্তমান বাংলাদেশকে নিয়ে অনেক রঙিণ চশমাওয়ালা বুদ্ধিজীবী আজগুবি তথ্য দেয়, তরুণ প্রজন্মদেরকে তারা স্বপ্নের নামে মিথ্যা আশা দেয়। তারা বলে বাংলাদেশ অমুক করেছে, রাস্তাঘাটের উন্নতি সাধন করেছে, শিক্ষায় আলো ছড়িয়েছে, গোটা বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে।
কিন্তু তারা এ কথা একবারের জন্যও বলে না যে, বাংলাদেশ অন্যদেশের দখলে চলে যাচ্ছে, বাংলাদেশে প্রতিদিন কত মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলায় কারা বরণ করতে হচ্ছে, বিরোধীদল মিছিল করতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না। এমনকি টু শব্দটি পর্যন্ত করলতে পারছে না। টু শব্দটি করলেই গুলি, টিয়ারশেল, লাঠিপেটা করা হয়।
এসব কারণে বর্তমান বাংলাদেশ যে একটা গণকরবে পরিণত হয়েছে সেটা তারা কখনোই ভুলেও মুখে আনেন না। এসব কথা বললেই তারা হায় হায়, গেল গেল বলেন-স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করেন।
তারা শুধু স্বপ্ন দেখান। কেননা তারা রঙিণ চশমা পরে থাকেন। রঙিণ চশমা দেয়ার ফলে তারা কালোকে সবুজ দেখেন, নীলকে কালো দেখেন, লালকে হলুদ দেখেন তাদের তাতে কিছুই করার নেই।
আর তারা যে চশমা পরেছেন তা হলো দালালির চশমা।
দালালির চশমা পরে তো আর ঠিকঠাক দেখা, সঠিক কথা বলা তাদের জন্য মানায় না।
তারা এখন যাবাবরের মত এদিক ওদিক ছুটে চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।