আমাদের কথা খুঁজে নিন

   

পিএইচপি দিয়ে ছোট্ট ছোট্ট মজার প্রজেক্ট– নেইম গেইম

পিএইচপি দিয়ে ছোট্ট ছোট্ট মজার প্রজেক্টে স্বাগতম সবাইকে। গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটা লগিন সিস্টেম ও সিকিউরড পেইজ বানাবেন।
আজকেও সেইরকম ছোট একটা ব্যপার দেখাবো, যেখানে ডাটাবেজের ব্যবহার নেই। সিস্টেমটা হচ্ছে আপনি আপনার নাম দিবেন, আর কয়েকটা লুপ চলে আপনার নামের প্রতি বর্ণ এর জন্য একটা করে বিশেষন দেখাবে প্রতি বর্ণের এগেইন্সটে। কার্যত এইটার কোন কাজ নেই, হালকা একটু মজা ছাড়া, তবে ‘ফর লুপ’ আর ‘সুইচ স্টেমেন্ট’ এর ব্যপারটা ক্লিয়ার করে দেবে।


ওয়ার্কপ্ল্যানঃ
প্রথমে একটা এইচটিএমএল ফর্ম বানাবো, যেখান থেকে ইনপুট দেওয়া যাবে।
তারপর এইচটিএমএল ইনপুট থেকে প্রাপ্ত ইনপুটটাকে পিএইচপি’তে ঢুকিয়ে দিবো, সেখানে নাম যেটা দেওয়া হবে, সেটা ভাগ ভাগ হয়ে প্রতি বর্ণ এর সাথে একটা করে বিশেষন নিয়ে বের হবে।
শুরুঃ
ধরে নিলাম, আমরা এইচটিএমএল ফিল্ড/ফর্ম বানাতে পারবো সবাই।
যেখানে আউটপুট শো করাতে চাই, সেখানকার কোড নিন্ম্রুপ। কোন লাইনে কি কাজ হচ্ছে তা আমি লাইনের শেষে বলে দিবো।



এইটুকুই।
এই কোডটা আরো অনেক উন্নত করতে পারেন। যেমন, যখন একটা নামে একই বর্ণ দুইবার আসছে, দুইবারেই সেইম ব্যপার দেখাচ্ছে। আপনি চাইলে আলাদা কিছু করতে পারেন। মানে দুইবার যদি একি বর্ণ থাকে, দুইবার দুইটা দেখাবে।

ভাব্লে এরাম আরো অনেক এডিশান করতে পারেন
, ভাবতে থাকেন, ততদিন আমি অন্য কিছু নিয়ে আসবো। আর সব সময় লেখাগুলো পেতে আমার সাথে ফেসবুকে যুক্ত থাকতে পারেন এখানে।  আর কোন প্রশ্ন থাকলে করে ফেলেন।
ভালো থাকবেন। না থাকলে নাই।


সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।