আমাদের কথা খুঁজে নিন

   

চিরিরবন্দরের মাঠে মাঠে সরিষা ফুল

এখন মাঠে মাঠে হলুদ রঙের বাহার। এ হলুদ রঙের বাহারি সরিষা ফুলে ছেয়ে গেছে। হলুদ রঙের বাহার দেখে আকৃষ্ট সরিষার ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনও চেখে পড়ার মত। আর কিছুদিন পরেই ক্ষেতে হলুদ ফুল ঝরে গিয়ে সরিষার দানাযুক্ত ছোট ছোট সবুজ মঞ্জুরীপত্র ছড়াতে শুরু করবে। তখন সবুজে সবুজে ভরে উঠবে ফসলের মাঠ।

সবুজ মঞ্জুরীপত্রগুলো ধীরে ধীরে কালচে বর্ণ ধারণ করবে এবং গাছগুলো শুকাতে শুরু করবে। এরপর সরিষা ঘরে তোলার পর্ব শুরু হবে। গত বছর সরিষা চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় এবার সরিষা চাষে ঝুঁকে পড়েছেন দিনাজপুরের অনেক কৃষক। তবে চিরিরবন্দর উপজেলায় চলতি বছর সরিষার বাম্পার উৎপাদন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে কথা হয় উপজেলার চিরিরবন্দর গ্রামের মকবুল হোসেন ২ বিঘা, জসিরউদ্দিন পাতানু ৩ বিঘা, দক্ষিণ পলাশবাড়ী গ্রামের জয়নাল আবেদীন ১৫ বিঘা, নান্দেড়াই গ্রামের মহসিন আলী ৩ বিঘা, ধলু মোহাম্মদ ১০ বিঘা, মামুদপুর গ্রামের আব্দুল মতিন ৫ বিঘা, দিঘারণ গ্রামের নুর ইসলাম ৫ বিঘা, রসুলপুর গ্রামের মোসলেম তেলী ৩ বিঘা, রাণীপুর গ্রামের আনোয়ার হোসেন ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন।

কয়েকজন কৃষক জানান, আমন ও বোরো ফসলের মাঝামাঝি সময়ে সরিষা চাষ হয়। সরিষা চাষে একটি সেচ ও রাসায়নিক সার অল্প প্রয়োজন হওয়ায় বিঘা প্রতি খরচও কম হয়। এতে মোটামুটি লাভও ভাল হয়। এছাড়াও অনেক কৃষক মৌসুমের শুরুতেই সবজি হিসেবে সরিষা শাক বিক্রি করে নগদ টাকা আয় করেন। আর সরিষার পাতা জমিতে পড়ে সবুজ সার তৈরি হয়।

যা বোরো চাষে জৈব সারের চাহিদা মেটায়। তারা আরও জানান, সরিষার ফলন ভালো হলে প্রতি একর জমিতে অন্তত ১০ মণ সরিষা উৎপাদন হবে। স্বল্পমেয়াদী ও লাভজনক হওয়ায় সরিষা চাষে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। চিরিরবন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাপিয়ার রহমান জানান, চলতি বছর উপজেলায় ৫শ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৫শ ৯০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।

আমন ও বোরো চাষের মধ্যবর্তী সময়ে এসব জমিতে সরিষার চাষ করা হয়েছে। আমাদের এ উপজেলার ফসলের নিবিড়তা ধরা হয়েছে ২শ ১০। কিন্তু তা ছাড়িয়ে দাঁড়িয়েছে বর্তমানে ২শ ৫০-এ। ফলে সরিষার আবাদও ভাল হবে। কৃষকরাও ভাল ফসল উৎপাদন করে লাভবান হবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.