আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় রাউন্ডে জোকোভিচ, সেরেনা

বুধবার দ্বিতীয় রাউন্ডে টুর্নামেন্টের গত তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ ৬-০, ৬-৪, ৬-৪ গেমে আর্জেন্টিনার লিওনার্দো মেয়ারকে হারিয়েছেন।

ষষ্ঠ শিরোপার পথে ছুটে চলা সেরেনাকেও জিততে তেমন পরীক্ষা দিতে হয়নি। বিশ্বের এক নম্বর খেলোয়াড় ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন সার্বিয়ার ভেসনা দোলঞ্চকে।

তবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের তৃতীয় দিনে জোকোভিচ বা সেরেনার চেয়ে অনেক বেশি আলোচিত ছিল প্রচণ্ড গরম। ৪২ ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে প্রত্যেককেই ভীষণ লড়াই করতে হয়েছে।



ক্রোয়েশিয়ার ইভান দদিগ তো খেলাই শেষ করতে পারেননি। বসনিয়ার দামির জুমহুরের বিপক্ষে চতুর্থ সেটের খেলা চলার সময় সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।

পরে দদিগ বলেন, “আজ ৩০ মিনিট পর আমি বলতে গেলে হাঁটতেই পারছিলাম না। মনে হচ্ছিল আমি যেন মরতে বসেছি। ”

কানাডার ফ্রাঙ্ক দানসেভিচ ‘অমানবিক’ পরিবেশে খেলানোর জন্য টুর্নামেন্টের আয়োজকদের ঘাড়েই দোষ চাপিয়েছেন।



জোকোভিচ আর সেরেনার কণ্ঠেও গরম নিয়ে অসন্তোষ। ১০৭ মিনিটে খেলা শেষ করে দ্বিতীয় বাছাই জোকোভিচ বলেন, “এত গরমের মধ্যে কেউই বেশিক্ষণ থাকতে চায় না। প্রত্যেকেই চাইবে যত তাড়াতাড়ি সম্ভব জয় পেতে। ”

“আমি অবশ্য এজন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। এটা শুধু শারীরিক ব্যাপার নয়।

হাল ছেড়ে না দেয়ার মতো মানসিকভাবেও আপনাকে যথেষ্ট শক্ত-পোক্ত হতে হবে। আর প্রতিকূল পরিবেশের কথা মনেও স্থান দেয়া যাবে না। ”

শীর্ষ বাছাই সেরেনাও গরমের সঙ্গে মানিয়ে নিতে ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন। তিনি জানান, “আমি শুধু শরীর যেন পানিশূন্য হয়ে না পড়ে, তা চেয়েছি। আমি চাই না এই ধরনের আবহাওয়ায় পেশিতে টান পড়ুক।

এটা খুব সহজেই হতে পারে। আমি তাই প্রচুর পরিমাণে পানি পান করেছি। ”

জোকোভিচ ছাড়া দ্বিতীয় রাউন্ডে পুরুষ এককে জয় পেয়েছেন তৃতীয় বাছাই স্পেনের দাভিদ ফেরার, সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের তমাস বের্দিখ, অষ্টম বাছাই সুইজারল্যান্ডের স্টানিস্লাস ভাভরিঙ্কা ও নবম বাছাই ফ্রান্সের রিশা গ্যাসকে।

মহিলা এককে চতুর্থ বাছাই চীনের লি না এবং নবম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।