হিমালয় থেকে শীতল বাতাসের সঙ্গে কুয়াশা আসায় রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতে স্বাভাবিক জনজীবনের কার্যক্রম ব্যাহতের পাশাপাশি ঠাণ্ডাজনিত রোগ দেখা দিচ্ছে। রাজধানীতে গতকাল সূর্যের আলো দেখা যায়নি। সূর্য না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। এ অবস্থা আজও থাকতে পারে।
চলতি মাসের শেষ সপ্তাহে আবারও আসছে দ্বিতীয় দফা শৈত্যপ্রবাহ। তাপমাত্রা হতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস।
একজন আবহাওয়াবিদ জানান, গত মঙ্গলবার হিমালয় থেকে শীতল হাওয়ার সঙ্গে কুয়াশা রাজশাহী অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই শীতল হাওয়া সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফলে সারা দেশে কম-বেশি শীত অনুভূত হচ্ছে, বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেশি।
আজ সূর্যের আলো দেখা গেলে অবস্থার কিছুটা উন্নতি হবে। দিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা হ্রাস পাবে। শীত কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশে গতকাল চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, সারা দেশে শৈত্যপ্রবাহের কারণে গ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃদ্ধ ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে।
নওগাঁ : গত দুই দিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। ঝরঝর করে পড়ছে বৃষ্টি। মিলছে না সূর্যের দেখা। ঘন কুয়াশায় ঢেকে আছে জেলার ১১টি উপজেলা। এরই মাঝে উত্তর-পশ্চিমের হিমেল হাওয়া শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে।
ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল করতে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করছে। চাঁদপুর : চাঁদপুরের নদী তীরবর্তী ৩টি উপজেলার ৪০টি চরের লক্ষাধিক দরিদ্র মানুষ তীব্র শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে। মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে আটকা পড়েছে দক্ষিণাঞ্চলীয় অর্ধ শতাধিক যাত্রীবাহী লঞ্চ। প্রচণ্ড শীত ও কুয়াশায় জনজীবন বাধাগ্রস্ত হয়ে পড়েছে। মতলব উত্তর ও দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার চরাঞ্চলের মানুষ মৎস্য আহরণে নামতে পারছে না এবং গবাদি পশু নিয়ে পড়ছে বিপাকে।
গত তিন দিন ও বুধবার সারা দিনে চাঁদপুরে সূর্যের আলোর দেখা মিলেনি। এতে নৌ, রেল ও সড়ক পথের যানবাহনগুলোও চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। অপরদিকে দক্ষিণাঞ্চলীয় বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, কালাইয়া, লেত্রা, পাতারহাট, পয়সার হাট, হুলারহাটসহ বিভিন্ন স্থান থেকে গত মঙ্গলবার বিকালে অর্ধশতাধিক লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত ১১টার পর ঘন কুয়াশা পড়তে থাকলে লঞ্চগুলো কুয়াশার কারণে আটকা পড়ে। এতে লঞ্চগুলোর যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে।
চুয়াডাঙ্গা : শীতে চুয়াডাঙ্গায় শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। হবিগঞ্জ : হবিগঞ্জে গত এক সপ্তাহজুড়ে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোনো কাজ করতে পারছে না দরিদ্র মানুষ। রাতের বেলায় শীতের তীব্রতায় রাস্তায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে ভবঘুরে লোকজন। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।
হাসপাতালের শিশু বিভাগে রোগী বেশি থাকায় বারান্দায় বসেও চিকিৎসা দেওয়া হচ্ছে। বরিশাল : কনকনে হাওয়ায় কাঁপছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষ। তাপমাত্রা ১২ ডিগ্রির উপরে হলেও গতকাল দিনভর কুয়াশাচ্ছন্ন থাকায় শীত অনুভূত হয়েছে অনেক বেশি। গতকাল সকালে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.০৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সড়ক এবং নৌ-যোগাযোগ ব্যাহত হচ্ছে মারাত্দকভাবে।
তীব্র শীতে বরিশাল শেবাচিম হাসপাতালে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।