আমাদের কথা খুঁজে নিন

   

সুনামগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি পুলিশ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০

সুনামগঞ্জের ধর্মপাশায় গতকাল দুপুরে আওয়ামী লীগ-বিএনপি-পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পুলিশের ওসিসহ ৪০ জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রফিক চৌধুরীসহ ১৩ নেতা-কর্মী। এছাড়া ধর্মপাশা থানার ওসি বায়েস আলম ও এসআই মকবুল হোসনেসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। একই ঘটনায় আওয়ামী লীগের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

এদিকে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের মিছিল থেকে উপজেলা বিএনপির কার্যালয় ও আশপাশের ১০টি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল দুপুরে ধর্মপাশা উপজেলা সদরে একটি প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি ধর্মপাশা সেতু এলাকা পেঁৗছলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ধাওয়া দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে শতাধিক রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রফিক চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আমজাদসহ বিএনপির ১৩ জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। এদিকে গ্রেফতার আতঙ্কে বিএনপির আহত নেতা-কর্মীরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসা নিতে না পারায় তাদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে।

সংঘর্ষে গুলিবিদ্ধ গুরুতর আহত যুবদল নেতা রাসেল আহমদ ও বজলুর রহমানকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ চন্দ জানান, বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, যুবলীগ নেতা জুবায়ের পাশা, ছাত্রলীগ নেতা জাকির হোসেনসহ আরও কয়েকজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। এ সময় স্কয়ার কনজ্যুমারের সেলসম্যান আজহারুল আহত হয়েছেন। জেলা বিএনপির সহসভাপতি ডা. রফিক চৌধুরী দাবি করেন, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডাররা তাদের শান্তিপূর্ণ মিছিল গুলিবর্ষণ ও হামলা করেছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে বিএনপি অফিস ভাঙচুর ও বিএনপি সমর্থক ব্যবসায়ীদের দোকানে লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা ও পুলিশের গুলিতে জেলা বিএনপির সহসভাপতি ডা. রফিক চৌধুরীসহ নেতা-কর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে গতকাল বিকালে সুনামগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। পরে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আকবর আলী, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শেরেনূর আলী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান প্রমুখ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.