বুধবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে তিনি শপথ নেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
ঢাকা-৯ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসা এই আওয়ামী লীগ নেতা দেশের বাইরে থাকায় প্রথম দফায় শপথ নিতে পারেননি।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পর ৮ জানুয়ারি ২৯০ জনকে সাংসদ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) প্রথম দফায় ২৮৪ জনের শপথ হলেও জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদসহ পাঁচজন বাকি থাকেন।
এরপর এরশাদসহ চারজন ১১ জানুয়ারি শপথ নেন। তবে সেদিনও অনুপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আটটিতে পুনঃনির্বাচন হবে। আর নির্বাচন হলেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকায় যশোর-১ ও যশোর-২ আসনের নির্বাচনের ফল স্থগিত রাখা হয়েছে।
এছাড়া দুটি আসনে জিতে আসা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রংপুরের আসন ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচন হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।