গত কয়েকদিন ধরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পড়ছে অসহনীয় গরম, যা সমস্যায় ফেলছে খেলোয়াড়দের। বৃহস্পতিবার তাপমাত্রা উঠে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
বরফভেজা তোয়ালে গায়ে জড়িয়েও প্রচণ্ড গরম থেকে নিস্তার পাননি খেলোয়াড়রা। শেষ পর্যন্ত উন্মুক্ত কোর্টগুলোতে চার ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় ১টা ৫০ মিনিটে খেলা বন্ধ হয়ে আবার শুরু হয় ছয়টায়।
শুধু রড লেভার অ্যারেনা ও হাইসেন্স অ্যারেনার উপরে ছাদ টেনে খেলা চালানো সম্ভব হয়।
বুধবার প্রচন্ড গরমের কারণে খেলার মাঝ থেকে অবসর নিয়েছিলেন ক্রোয়েশিয়ার ইভান দদিক। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার পর আরো নয়জন খেলোয়াড় গরমের কাছে হার মেনে কোর্ট ছেড়ে যান। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি আর বুধবার ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস।
তারপরও খেলার ধারাবাহিকতা অব্যহত রাখতে প্রথম তিনদিনে খেলা বন্ধ রাখেনি কর্তৃপক্ষ।
তবে শেষপর্যন্ত সংশ্লিষ্টদের টনক নড়ায় হাফ ছেড়ে বাঁচেন প্রতিযোগীরা।
তবে তাদের অভিযোগ এখানকার সম্ভাব্য তামপাত্রার ব্যাপারে কর্তৃপক্ষ আগে থেকে প্রতিযোগীদের জানায়নি।
প্রচণ্ড গরমের অতিষ্ঠ রুশ তারকা মারিয়া শারাপোভা বলেন, “এখানকার আবহাওয়ার ব্যাপারে সতর্কবার্তা বা এর প্রেক্ষিতে কি করতে হবে এমন কোনো ই-মেইল আমরা পাইনি। আসলে এই কিছুক্ষণ আগে একটা মেইল আমি পেয়েছি, যখন আমি বরফ গোসল নিচ্ছিলাম। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।