আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধমুক্ত ছুটির দিনে বাণিজ্যমেলায় বাড়ছে ভীড়

হরতাল-অবরোধমুক্ত সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ শুক্রবার দুপুরের আগে থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় লোকসমাগম বাড়তে শুরু করেছে। মেলায় বিক্রেতাদের পণ্য বিক্রির পরিমাণও অন্যদিনের চেয়ে বেশি লক্ষ্য করা গেছে। বিকেল গড়ার সঙ্গে সঙ্গে বিক্রির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।

সকাল ১২টার দিকে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি দোকানে দর্শনার্থীরা পণ্য দেখার জন্য ভিড় জমাচ্ছেন। এদিন মেলায় মেয়েদের অলঙ্কার, প্রসাধনী এবং ক্রোকারিজের দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, মেলায় প্রবেশ গেটে দেখা গেছে দর্শনার্থীদের দীর্ঘ লাইন। তারা টিকিট কেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসাহ নিয়ে মেলায় প্রবেশ করছেন। টিকেট বিক্রেতারা জানান, মেলা শুরুর পর থেকে আজকের মতো লোকসমাগম কখনো হয়নি।

কাটাবন থেকে মেলায় আসা মাসুম বিল্লাহ রাসেল বলেন, অন্যবার মেলার শেষদিকে আসি। তখন পণ্যের দাম কমে যায়।

এবার আগেভাগে পরিবার নিয়ে এসেছি কারণ কবে আবার হরতাল-অবরোধ শুরু হয়ে যায়। তবে এবারের মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা বাড়িয়ে ৩০ টাকা করায় ক্ষোভ প্রকাশ করেন রাসেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।