বুধবার ইসি সচিবালয়ের ডেচপাচে বিরোধী দলীয় নেতার এ চিঠি পৌঁছে দেয়া হয় বলে সিইসির কার্যালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেন।
চিঠিটি সরাসরি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “এ ধরনের একটি চিঠি এসেছে বলে শুনেছি। ”
জাতীয় পার্টির পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার প্যাডে সিইসির কাছে পাঠানো চিঠিতে রওশন এরশাদ বলেছেন, “আমি বর্তমানে বিরোধী দলীয় নেতা। দশম সংসদ নির্বাচনে আমার নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে।
অতএব জাতীয় পার্টির নামে এখন থেকে যত চিঠি কমিশন থেকে ইস্যু করা হবে তা যেন আমার নামে করা হয়। এ জন্য কমিশনকে অনুরোধ করা হলো। ”
সাধারণত দলের প্রধান বা চেয়ারম্যান অথবা মহাসচিবের কাছে চিঠি পাঠানোর নিয়ম রয়েছে।
তবে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টির কাছে পাঠানো চিঠিটি রওশনের নামে পাঠানো হয়নি।
জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের ঠিকানায় তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির দায়িত্বশীল একজন কর্মকর্তা।
এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, “জাতীয় পার্টির চিঠি দেয়ার বিষয়টি নিয়ে রওশন এরশাদের একটি চিঠি পেয়েছি। আমরা আইন মোতাবেক যাকে চিঠি দেয়া প্রয়োজন তাকেই চিঠি দেব। ”
এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই বলেও জানান তিনি।
ভোটের ফলাফলের গেজেট প্রকাশের পর সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
এর আগে ৯ জানুয়ারি জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদকে সংসদীয় দলের নেতা হিসেব ঘোষণা দেন দলটির সংসদ সদস্যরা।
নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হাসপাতালে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১১ জানুয়ারি শপথ নেন। এরপর গত সপ্তাহে তাকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে রওশন এরশাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
গত ৫ জানুয়ারির ভোটে ১৩ জন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২০ জনসহ মোট ৩৩ জন সদস্য নিয়ে বিএনপিবিহীন দশম সংসদে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয় জাতীয় পার্টি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।