আমাদের কথা খুঁজে নিন

   

গুণীজনদের সঙ্গে চা খেলেন প্রধানমন্ত্রী

কবি-সাহিত্যিক, শিল্পী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে চা চক্রের মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত গণভবনে এ চা চক্র অনুষ্ঠিত হয়।

চা চক্র অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

চা চক্র অনুষ্ঠানের পর সবার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ এ অনুষ্ঠানে একের পর এক গান ও কবিতা আবৃত্তি করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কবি কাজী রোজী, এটর্নি জেনারেল মাহবুবে আলম, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা পিযূষ বন্দোপাধ্যায়, আলী জাকের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।

গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে বিটিভির মহাপরিচালক ম. হামিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ আরো অনেকে।

শিক্ষকদের মধ্যে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন  সিদ্দিক, সদ্য পদত্যাগী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের  ভিসি ড. আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল মাল আব্দুল মুহিত, এইচটি ইমাম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, গওহর রিজভী, ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.