গুণীজন' উদ্যোগটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে দেশের গুণীজনদের নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলার একটি প্রয়াস৷ দেশে ইন্টারনেটের ব্যবহার এখনও সীমিত থাকার কারণে ডি.নেট তাদের নিয়ে নিয়মিত সিডি প্রকাশনার উদ্যোগ নিয়েছে৷ এই উদ্যোগেরই ফসল 'মহিমা তব উদ্ভাসিত'৷
যারা তাঁদের সৃজনশীল চিন্তা, মনন ও মেধা দিয়ে শান্তি, মানবতা ও সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করেছেন এবং করে চলেছেন; যাঁরা তাঁদের লেখনী, বৈজ্ঞানিক আবিষ্কার ও শিল্পকর্ম এবং অন্যান্য সৃষ্টির মাধ্যমে আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় জন্মভূমির সেই সব গুণী ব্যক্তিদের জীবনী সংকলন নিয়ে প্রকাশিত সিডি 'মহিমা তব উদ্ভাসিত'৷
সিডি সংকলনটিতে সাহিত্য, গণমাধ্যম, ভাষা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, আইন, মানবাধিকার এরকম বিভিন্ন ক্ষেত্রের ৫৫ জন গুণীজনের জীবনী, আলোকচিত্র, ভিডিও ও অডিও সাক্ষাত্কার এবং তাঁদের নিজেদের লেখা, তাঁদের সম্পর্কে অন্যদের লেখা সন্নিবেশিত হয়েছে৷ সিডি সংকলনটিতে যাঁদের জীবনী, আলোকচিত্র, ভিডিও ও অডিও সাক্ষাত্কার রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন বেগম সুফিয়া কামাল, হেনা দাস, রংগলাল সেন, আব্দুল মতীন, সরদার ফজলুল করিম, ফেরদৌসী প্রিয়ভাষিনী, চাষী নজরুল ইসলাম প্রমুখ ৷
আজিজ সুপার মার্কেটের বিসিএল সিডি কর্ণার, প্যাপিরাস, পাঠশালা এবং সুরের মেলা সিডি কর্ণার'এ এবং ওয়ার্ড এন্ড পেজেস্, গুলশান এ সিডিটি পাওয়া যাচ্ছে ৷ এছাড়াও ডি.নেটের অফিসে (৬/৮, হুমায়ুন রোড, ব্লক-বি, মোহাম্মদপুর) অফিস চলাকালীন যে কোন সময়ে সিডিটি পাওয়া যাবে ৷
বিস্তারিত জানতে ভিজিট করুন - http://www.gunijan.org.bd
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।