আমাদের কথা খুঁজে নিন

   

গল্প আড্ডা গানে বিশিষ্টজনদের সঙ্গে প্রধানমন্ত্রী

শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত গণভবনের দক্ষিণ লনে এই মিলনমেলা বসে।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধিজীবী, শিল্পী, শিক্ষক, কবি, সাহিত্যিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তৃতীয়বারে মতো রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেয়া শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতেই তিনি পুরো প্যান্ডেলে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে পিঠা-পুলি, কাবাব-পরটা, মিষ্টি আর চা-কফিতে আপ্যায়িত করা হয় আমন্ত্রিতদের।

বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, লেখক সৈয়দ শামসুল হক, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কবি কাজী রোজী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযুষ বন্দোপাধ্যায়, বিটিভির মহাপরিচালক ম. হামিদ, নাট্য ব্যক্তিত্ব আলী যাকের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও সহ-সভাপতি গোলাম কুদ্দুস এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান।

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা পরিচালক শাইখ সিরাজ, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামও আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রীর চা চক্রে।

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও গওহর রিজভীও উপস্থিত ছিলেন।

 

চা চক্র শেষে সবার সঙ্গে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ অনুষ্ঠানে একের পর এক গান ও কবিতা আবৃত্তি করা হয়।

‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা’ গানটির মধ্য দিয়ে সন্ধ্যায় সমাপ্তি টানা হয় অনুষ্ঠানের।

এ ধরনের ঘরোয়া আয়োজনের জন্য সবার পক্ষ থেকে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.