পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!
অ্যান্ড্রয়েড ফোনে (Android phone) চলে না এমন কোন কিছু আর বাকি নেই যা উইন্ডোজ (Windows) পিসি’তে (PC) বর্তমান আছে। উইন্ডোজ (Windows) পিসি’র (PC) প্রায় সব সফটওয়্যারই (Software) অ্যান্ড্রয়েডের জন্য ডেভেলপ (Develop) করা হচ্ছে। এমনই একটি চমৎকার অ্যাপ ‘ফটোশপ টাচ্’ (Photoshop Touch) যা অ্যান্ড্রয়েড ফোনের (Android Phone) জন্য ডেভেলপ (Develop) করা হয়েছে। যা ব্যবহার করে সহজেই উইন্ডোজ (Windows) পিসি’তে (PC) ফটোশপের (Photoshop) অনুরুপ কাজ করা যাবে।
এমনকি রয়েছে সহজ ব্যবহারবিধি। এটাতে আরো একটি সুবিধা রাখা হয়েছে যা দিয়ে সহজেই একটি ছবির কাজ করার পর তা ফেসবুক (Facebook), টুইটারে (Twitter) শেয়ার (Share) করা যাবে।
ফিচারস্ (Features):
রয়েছে লেয়ারস (Layers), সিলেকশন টুলস্ (Selection Tools), অ্যাডজাস্টমেন্টস্ (Adjusments), ফিল্টারস্ (Filters) যা দিয়ে একটি সুন্দর ছবি (Image) তৈরীর কাজ করা যাবে,
অ্যাপটি 12 মেগাপিক্সেল (Megapixels) সাইজ পর্যন্ত ছবি (Image) সাপোর্ট (Support) করে,
রয়েছে টিটোরিয়ালের (Tutorial) ব্যবস্থা যা দিয়ে সহজেই শেখা যাবে কিভাবে অ্যাপটি (App) ব্যবহার করে ছবির কাজ করতে হয়।
এছাড়াও রয়েছে আরো অনেক ফিচারস (Features)।
আমরা এমন আরো নতুন নতুন সব অ্যান্ড্রয়েড অ্যাপ, গেমস পাশাপাশি উইন্ডোজ সফটওয়্যার নিয়ে শীঘ্রই আসছি
আমাদের সাথেই থাকুন!
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
‘ফটোশপ টাচ্’
আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন পিসি হেল্প
সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
ধন্যবাদ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।