আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাবলেট বাজারে অ্যান্ড্রয়েডের রাজত্ব

মার্কিন আইটি গবেষক প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, ২০১৩ সালে আগের বছরের তুলনায় অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বিক্রি বেড়েছে ১২৭ শতাংশ।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালে ১৯.৫৪ কোটি ট্যাবলেট বিক্রি হয়েছে বিশ্বব্যাপী। এর সিংহভাগই ছিল অ্যান্ড্রয়েড ডিভাইস। একই সঙ্গে ছোট বড় একাধিক প্রতিষ্ঠান সস্তায় অ্যান্ড্রয়েড ট্যাবলেট নির্মাণ শুরু করায় ট্যাবলেটের বাজারে প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়ছে অ্যাপল।
২০১২ সালে বিশ্বব্যাপী বিক্রি হওয়া অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সংখ্যা ছিল ৫.৩৩ কোটি।

বাজারের ৪৫.৮ শতাংশ দখলে ছিল গুগলের ওএস চালিত ট্যাবলেটগুলোর। এক বছরের ব্যবধানে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি।
২০১৩ সালে বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতার তৈরি ১২.৯ কোটি অ্যান্ড্রয়েড বিক্রি হয়েছে বিশ্বব্যাপী। ফলে গুগলের অপারেটিং সিস্টেমটিতে চালিত ট্যাবলেটের দখলে এখন বাজারের ৬১.৯ শতাংশ।
অন্যদিকে অ্যাইপ্যাডের বিক্রি ৬.০৪ কোটি থেকে বেড়ে ৭০.৪ কোটি হলেও বাজার দখল হ্রাস পেয়ে ৫২.৮ শতাংশ থেকে ৩৬ শতাংশে নেমে এসেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।