আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দর বাংলাদেশ গড়ার আন্দোলন ঠেকানো যাবে না

জামায়াত-শিবির রাজনীতিতে ধর্মের নামে মানুষ হত্যা করছে। সনাতন ধর্মের মানুষকে হত্যা করছে। আমাদের উপর বোমা হামালা, পেট্রোল বোমা হামলা করে রুখে দেওয়ার চেষ্টা করেছে স্বাধীনতাবিরোধীরা। কিন্তু তারা জানে না আমরা যে কোনও পরিস্থিতিতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঘরের বাহিরে আসতে শিখেছি। আন্দোলন করতে শিখেছি।

তখন আন্দোলন সফল না করে ঘরে ফিরবো না- এমন কথা বলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রোড মার্চের অংশ হিসেবে বগুড়া শহরের সাতমাথায় গণজাগরণ মঞ্চের সমাবেশে তিনি এ কথা বলেন।

ইমরান বলেন, আমাদের আন্দোলন সুন্দর বাংলাদেশ গড়ার। সেখানে সম্প্রদায়িক কোনও কিছু থাকবে না। অসম্প্রদায়িক বাংলাদেশ না গড়া পর্যন্ত এদেশের কোনও তরুণ ঘরে ফিরবে না।

তিনি বলেন, আজ সনাতন ধর্মের মানুষদের উপর হামলা করা হয়েছে, তাদের পাশে দাঁড়াতে এসেছি। মানবতার পাশে দাঁড়াতে এসেছি। আমাদের বোমা মেরে সুন্দর বাংলাদেশ গড়ার আন্দোলন ঠেকানো যাবে না। আমাদের উপর যতই আঘাত হোক না কেন সেই সব দেশ বিরোধি অপশক্তিকে পেছনে ফেলে বাংলাদেশকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।

বগুড়া গণজাগরণ মঞ্চের সমন্বয়ক মাছুদার রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি শামীম আরা শাওন, গণজাগরণ মঞ্চের কর্মী লাকী আক্তার, নাট্যজন তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, পৌর কাউন্সিলর আমিনুল ফরিদ, আমিনুল ইসলাম ডাবলু, জেএম রউফ, আহমেদুর রহমান ডালিম ইসমাইল হোসেন দুখু, কিবরিয়া হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

ওই সমাবেশে বগুড়ার প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেয়।

ইমরান এইচ সরকার রাত সাড়ে ৮টায় বগুড়ার পৌঁছার আগে রোর্ড মার্চের গাড়ি বহরে বগুড়ার শেরপুরে এবং শাজাহানপুর উপজেলায় ককটেল হামলা ও পেট্রোল বোমা ছোড়া হয়। এতে কেন্দ্রীয় গণজাগরণ মঞ্চের কর্মী তানভিরসহ ২ জন আহত হন। রাত সোয়া ৮টার সময় ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা এলাকায় দুর্বৃত্তরা গাড়িবহর লক্ষ্য করে ৬-৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

তবে বগুড়ার শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদনত্ম) আব্দুল্লাহ আল হাসান ককটেল হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় দুর্বৃত্তরা গাড়িবহর লক্ষ্য করে পেট্রোল বোমা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.