ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ময়মনসিংহে আগুনে ৩০টি দোকান ও চট্টগ্রামের মিরসরাইয়ে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে তিন কোটি ১০ লাখ টাকার।
ব্রাহ্মণবাড়িয়া : কসবায় গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদামের প্রায় ৫ কোটি টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে।
দুপুর দেড়টার দিকে উপজেলার পুরাতন কুটি বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাফিজ জুট মিল লিমিটেডের কেন্দ্রীয় গোডাউনের কর্মচারীরা জোহরের নামাজ পড়তে যায়। ফিরে এসে দেখে পাটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার বিগ্রেডের চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ : তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
পুলিশ জানায়, উপজেলার কাশিগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী বাবুল আহমেদের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।
মিরসরাই (চট্টগ্রাম) : উপজেলার পশ্চিম জোয়ার গ্রামে আগুনে একটি বসতঘরও দুইটি রান্নাঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই গ্রামের আবদুল হামিদ সওদাগর বাড়িতে গতকাল সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।