আমাদের কথা খুঁজে নিন

   

ভেটকি মাছ ও মাতালের জোকস।। (নাবালক এবং অতিশয় রুচিশীলদের জন্য নয়)

আমি খুবই নিরীহ একটি প্রাণী। আমর দুটি করে চোখ, কান, হাত ও পা আছে। আমার একটি নাক ও একটি মুখ ও আছে। শরীরে লাল রক্ত আছে, বুকের মাঝে একটি হৃদয় ও আছে বোধ করি।













এইবার শুরু করা যাক।

খুব সম্ভবত মাছটাকে আমরা ভেটকি মাছ বলে চিনি, কিন্তু সিলেটের দিকে এই মাছ নাকি হোগা মাছ নামে পরিচিত। ঘটনাটা হল সিলেটের এক দম্পতির।

একদিন সকালে স্বামী বাজার করে আনছে। চাল, ডাল, তেল, আলু, পটল, বেগুন কিছুই বাদ দেয় নাই। আর এর সাথে কিনছে ভেটকি মাছ। দুপুরে রান্না করার আগে স্ত্রী তার স্বামী কে জিজ্ঞাসা করছে কি রান্না করবে --------

স্ত্রীঃ ওগো, এতকিছু আনছ, এখন কি দিয়ে কি রান্না করি বলতো?
স্বামীঃ তোমার যেভাবে ইচ্ছা হয় রান্না করো।
স্ত্রীঃ তাতো করবোই।

কিন্তু হোগায় কি দিমু??

একটু চিন্তা করে স্বামী বলল; হোগায় আর কি দিবা, হোগায় বেগুনই দাও।





এইবার মাতালের গল্প।

এক ব্যাচেলর মাতাল, প্রতিদিন রাত্রে মদ খেয়ে বাড়ি ফেরে। আর বাড়ি ফিরেই তাকে বিয়ে না দেওয়ার জন্য তার বাপের উপর রাগারাগি করে। একদিন অনেক রাত্রে বাড়ি ফিরে, বাড়ির সদর দরজার সামনে থেকেই মাতাল তার বাপের উপর রাগারাগি শুরু করল। রাগারাগি ধীরে ধীরে গালাগালির পর্যায়ে পৌঁছে গেল। এদিকে এত রাত্রে তামাশা দেখার জন্য প্রতিবেশীরাও উঁকি ঝুঁকি মারা শুরু করেছে।

এই গালাগালির এক পর্যায়ে ---------

মাতাল তার বাপরে বলছে, **** বাচ্চা আমি তোর মায়েরে চু***

এতক্ষণ ধরে মাতালের বাপ সব সহ্য করছিল। কিন্তু এইবার আর পারল না। ঘরের থেকে বাইরে এসে সে বলল; হারামজাদা, কে কার মায়রে চু*** তা মানুষ ভালো করেই জানে।

### সবগুলো জোকসই সংগ্রহ করা, সংগত কারনেই উৎসের নাম প্রকাশ করতে পারছি না। ###



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।