আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে জাকারবার্গের কিনোট

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, জাকারবার্গের ওই বক্তব্যের মধ্য দিয়ে ফেব্রুয়ারির ২৪ জানুয়ারি বার্সেলোনোয় অনুষ্ঠানটি শুরু হবে।
জাকারবার্গের সঙ্গে প্রযুক্তিবিষয়ক সাংবাদিক ডেভিড কার্কপ্যাট্রিকও অনুষ্ঠানটিতে থাকবেন। এ দু’জন বিশ্বে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে থাকা অংশে ইন্টারনেট অ্যাকসেস ছড়িয়ে দেওয়ার গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে আলোচনা করবেন। প্রধান বক্তব্যটি ইন্টারনেটে লাইভ স্ট্রিম করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ম্যাশএবল।
সম্মেলন এবং জাকারবার্গের জন্য এ পদক্ষেপটি গুরুত্বপূর্ণ। ২০১৩ সালের এপ্রিলে এইচটিসির সঙ্গে সম্মিলিতভাবে ফেইসবুক ফোন বাজারে আনা হলেও তা সফলতার মুখ দেখেনি। এটি বাজারে ছাড়ার বিষয়টি ফেইসবুক মোবাইল কৌশলের একটি ভুল পদক্ষেপ বলে মন্তব্য করেছে ম্যাশএবল। তবে প্রতিষ্ঠানটি এখনও ফেইসবুক হোম প্লাটফর্মে নিত্যনতুন কন্টেন্ট যোগ করে চলেছে। ২০১৩ সালের অক্টোবরে এ প্লাটফর্মে ইন্সটাগ্রাম, পিন্টারেস্ট, ফ্লিকার এবং টাম্বলার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.