বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদেন জানিয়েছে, সিলিকন ভ্যালির সবচেয়ে বেশী বেতন-ভাতা প্রাপ্ত শীর্ষস্থানীয় এক্সিকিউটিভদের একজন ছিলেন কাস্ত্রো। তার এই আকস্মিক পদত্যাগে ইয়াহুর জন্য বড় একটি ধাক্কা। তবে, তার এই আকস্মিক পদত্যাগের কারণ এখনও পরিষ্কার নয়।
বিবিসি আরও জানিয়েছে, কাস্ত্রোর আকস্মিক পদত্যাগের একটি কারণ হতে পারে ইয়াহু সিইও মারিসা মেয়ারের সঙ্গে তার মতবিরোধ। গুগল ছেড়ে কাস্ত্রো ইয়াহুতে যোগ দিয়েছিলেন মেয়ারের হাত ধরেই।
ইয়াহুতে যোগ দেওয়ার পর কাস্ত্রোর দায়িত্ব ছিল মূলত সেলস এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন এবং বিজ্ঞাপনদাতাদের সঙ্গে ইতিবাচক ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং বজায় রাখা।
তবে কাস্ত্রো যোগ দেওয়ার পরেও বিজ্ঞাপন খাত থেকে পাওয়া আয় বাড়েনি ইয়াহুর। বিবিসি জানিয়েছে, ইয়াহু আয়ের ৪০ শতাংশেই আসে বিজ্ঞাপন খাত থেকে। আর ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকে বিজ্ঞাপন থেকে ইয়াহুর আয় কমেছে আগের বছরের তুলনায় ৭ শতাংশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।