আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎই মাথায় এল............. ১

আমি সৌন্দর্য সৃষ্টি করি, আমি সৌন্দর্যের শিল্পী.... একটা কথা ভেবে দেখেছেন কি?? হাসিনা সরকার যতই অন্যায় করুক, যতই দুর্নীতি করুক......... কত সহজে ধর্মের মত একটি সংবেদনশীল বিষয়ে একটা অর্থহীন কিন্তু কার্যকর একটা সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর মন জয় করে নিল............ আমি হলফ করে বলতে পারি হাসিনা সরকার যদি এরপরে এই দেশটাকে বিক্রিও করে দেয়.......... তারপরও বাংলার মানুষেরা অকুণ্ঠচিত্তে তার সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দেবে শুধুমাত্র এই তুচ্ছ কিন্তু ধর্মের মত একটি সংবেদনশীল বিষয়ে তথাকথিত 'সাহসী' সিদ্ধান্তের জন্য............... সাধে কি বাংলাদেশের উন্নতি হয় না????? সাগর রুনি মারা গেল............. বিচার হল না। ইলিয়াস আলীকে গুম করে দিব্যি হজম করে নিল............ কিছুই হল না। হলমার্ক শুধু আলোচনায় এসেছে বলে জানি তারা ৪০০০ কোটি টাকা মেরে দিয়েছে, আরো শত শত এরকম পুকুরচুরি হচ্ছে........... কিছুই হচ্ছে না। কিন্তু শুধুমাত্র এই সিদ্ধান্তটার জন্য হাসিনা সরকারের সমস্ত অপরাধ চাপা পড়ে গেল............ তার ভোট পাওয়াও অনেকটা নিশ্চিত হয়ে গেল.............. আমি অবাক হই যখন দেখি তার সমস্ত অপরাধ অন্যায় দুর্নীতি ক্ষমা করে দেয় মানুষ শুধুমাত্র এই ইউটিউব জিমেল বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে.......... এরপরও মানুষ বলবে আমাদের ভাগ্য খারাপ?? সরকারের দোষ বিরোধীদলের দোষ??? চোরকে চুরি করতে দিলে সে চুরি করবেই, খুনীকে ছেড়ে দিলে সে খুন করবেই........... তাদেরকে চুরি করার ডাকাতি করার লাইসেন্স আমরাই দিয়েছি............ তারপরও আমরা বলবো সব আমাদের কপালের দোষ????


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।