সুনন্দা পুষ্কর খুবই অসুস্থ ছিল এবং মৃত্যুর আগের দিনগুলোতে ঠিকমতো খাওয়া-দাওয়া করেনি। তার দুই ঘনিষ্ঠ বন্ধু জানান, পাকিস্তানি সাংবাদিক মেহের তারারের সঙ্গে তার স্বামী শশী থারুর সম্পর্কটি তাকে সবচেয়ে বেশি পীড়া দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সুনন্দার ঘনিষ্ঠ বন্ধু রোহিত কোচার বলেন, সুনন্দার সঙ্গে আমার সর্বশেষ ১৪ জানুয়ারি কথা হয়। আমি দুবাই থেকে তার সঙ্গে কথা বলি।
সে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ত্রিবান্দ্রারামের একটি হাসপাতালে ভর্তি হয়েছিল। রোহিত দুবাইভিত্তিক একটি ল' ফার্মে কাজ করেন। তিনি বলেন, সুনন্দার যকৃতে যক্ষারোগ ধরা পড়ে। তাকে নতুন যে ওষুধ দেওয়া হয়েছিল, তা কাজ করছিল না। সে ঠিকমতো খেতে পারছিল না।
কোচার আরও বলেন, সুনন্দা অনেক সময় আমাকে তার ভগ্ন স্বাস্থ্যের কথা জানিয়েছে। ৪ থেকে ৫ মাস আগে প্রথমবার এবং ৬ থেকে ৮ সপ্তাহ আগে শেষবারের মতো সে আমাকে এ কথা জানায়। সুনন্দার বান্ধবী শ্রীদেবী বাদিগা জানান, সুনন্দা লুপাস রোগে ভুগছিল। এই রোগে দেহের সুস্থ টিস্যু আক্রান্ত হয়। অসুস্থতার কারণে সে খেতে পারত না।
শ্রীদেবী দুবাইয়ে একটি আর্থিক সেবা কোম্পানি পরিচালনা করেন। শ্রীদেবী জানান, পাকিস্তানি সাংবাদিক মেহের তারারের সম্পর্কে তাদের মধ্যে বেশ কয়েকবার কথা হয়। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এমনটা হতে পারে বলে তিনি এ ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন থাকলেও খুব একটা বিষণ্ন ছিলেন না। তিনি বলেন, 'মেহেরের সঙ্গে শশীর সম্পর্কের বিষয়টি তার দাম্পত্য জীবনে অস্বস্তিকর ছিল। আর কেউ যখন অসুস্থ থাকে তখন অস্বস্তিকর বিষয় তার সমস্যাকে বাড়িয়ে তোলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।