দিল্লির একটি হোটেল থেকে উদ্ধার হল কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের নিথর দেহ৷ পুলিশের ধারণা, আত্মঘাতী হয়েছেন সুনন্দা৷ সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ দিল্লির দ্য লীলা প্যালেস হোটেলের ৩৪৫ নম্বর ঘর থেকে উদ্ধার হয় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রীর দেহ৷
বাড়ি রংয়ের কাজ চলায় গতকাল থেকেই লীলা প্যালেসে ছিলেন সস্ত্রীক সাংসদ৷এদিন সকালে এআইসিসি’র বৈঠকে যোগ দিতে বেরিয়ে যান শশী থারুর৷ রাত সাড়ে আটটা নাগাদ ফিরে এসে তিনিই প্রথম পুষ্করের মরদেহ প্রথম দেখতে পান ৷ এর পরই পুলিশে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার না হলেও, তিনি আত্মহত্যা করেছেন বলেই সন্দেহ করা হচ্ছে৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সময় হোটেলে উপস্থিত মানুষদেরও৷ যদিও তাঁর শরীরে কোনও ক্ষত চিহ্ন বা আত্মহত্যার চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন শশীর ব্যক্তিগত সচিব৷ তিনি বলেন, বৃহস্পতিবার থেকেই অসুস্থ ছিলেন পুষ্কর৷ তাঁকে দেখভালের জন্য হোটেলের বাইরে একজন আয়াও ছিলেন৷
প্রসঙ্গত, পাক সাংবাদিক মেহের তারারের সঙ্গে থারুরের সম্পর্ক নিয়ে হতাশ ছিলেন তিনি৷ ওই মহিলা সাংবাদিক আইএসআই এজেন্ট বলেও মন্তব্য করেছিলেন পুষ্কর। শশীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চান বলেও এক সময় জানান তিন৷ পরে অবশ্য নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি সরে এসে টুইট করেন সুনন্দা৷ জানান, তাঁদের বিবাহিত জীবন সুখের৷ কোনও ভাবেই শশী তাঁকে ত্যাগ করবেন না৷ অন্যদিকে শশী জানান, সুনন্দা অসুস্থ৷ আপাতত সংবাদ মাধ্যমের থেকে আড়ালে থাকতে চান তিনি৷ এর ২৪ ঘণ্টার মধ্যেই সুনন্দার মৃতদেহ উদ্ধার হওয়ায়, বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়ে গিয়েছে৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।