সদর থানার ওসি জমির উদ্দিন জানান, উপজেলার রাজপুর ইউনিয়নের হরিনচওড়ার চর এলাকায় তিস্তা নদীর পাড়ে প্রশাসনের অনুমতি না নিয়ে কয়েকদিন ধরে গানের অনুষ্ঠান চলছিল।
“সেখানে গানের নামে ‘অশ্লীল’ নাচ চলায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচ নারী ও তিন পুরুষকে আটক করা হয়,” বলেন তিনি।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সানাউল্লাহ হক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডিতরা হলেন- ঝুমুর বেগম (৩০), রত্না বেগম (২৭), রানী বেগম (২০), সুমি আখতার (১৮), লাবনী বেগম (২৫), মোফাজ্জল হোসেন (৪৫), মোকছেদুল ইসলাম (৩৬) ও তারা মিয়া (৪৩)।
এরা সবাই দিনাজপুরের বালুবাড়ি এলাকার বাসিন্দা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।