আমাদের কথা খুঁজে নিন

   

পেয়ারটেলের ইরাম টাল্টিপাল্টি মোরা সইবো না! :@

দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।

সতর্ক হোন!
বিষয়বস্তুঃ এয়ারটেল ইন্টারনেট ও টাল্টিপাল্টি।

•এই মেসেজ দেখেই প্রতারিত হয়েছি→ 2 diner internet pack 10MB er sate aro 20MB bonus, total 30MB matro 11.5Tk, active korlei porer din bonus 2 diner jonne, akhuni active korte dial *121*93#
প্যাকেজ কেনার কথা মাথায় আসলে মানিব্যাগটি কাগজপত্র দিয়ে ঢেকে মনকে বোঝাই, 'টাকা নাই...'
তারপরও পেয়ারটেলের ফেক পেয়ারে পরে সময়ে অসময়ে ট্যাকা বিসর্জন দিয়েছি। 'বিসর্জন' কেন ব্যাবহার করলাম, একটু ব্যাখ্যা করা প্রয়োজন।

সেদিন অফার দিয়েছে ১৫ এমবি কিনলে ১৫ এমবি ফ্রি।

একটিভ করে সেদিনই শেষ মূল ভলিউম। বোনাস কখন আসবে, কখন ফেসবুক ব্রাউজ করবো... এমন একটা অবস্থা যখন,
ধৈর্যের বাঁধ ভাঙবারই কথা, তাইনা?
ফোন দিলাম কেয়ারে, বলে "স্যার এইটা ৭২ঘন্টার মধ্যে পাবেন। " যাক তাও সেবার ৭২ঘন্টার মধ্যে না হলেও শেষ মিনিটে পেয়েছিলাম (!)

আজকে নতুন অফার পেলাম ১০এমবি কিনলে ২০ এমবি বোনাস । এইবার লোভে পরে গেলাম। ১১.৫টাকা লাগবে ১২টাকা রিচার্জ করলাম।

মাথায় ছিল এদের টাকা কাটার প্রক্রিয়া খুব বাজে, বাড়তি টাকা না থাকলে কাটতে পারবে না। কিন্তু ১১.৫টাকার প্যাকেজ ১২.৭৪টাকা থাকার পরপরও নাকি 'ব্যালেন্স অপর্যাপ্ত' ! বিরক্ত হয়ে আবার রিচার্জ..।
মোবাইল সেটটি থ্রীজি প্রযুক্তি সমর্থন করে । Network Mode-এ AUTO (WCDMA/GSM) নির্বাচন করা ছিল । আমিতো ভেবেছিলাম টুজির অফার দিলেতো উল্লেখ করে, এটাতে যেহেতু করেনাই, থ্রীজিরই হবে ।


দুই মিনিট ব্রাউজের পর দেখি টাকা 0.0 ! এখন ইচ্ছেমতো সুনির্দিষ্ট কিছু গালি দিতে পারলে মনে শান্তি আসতে পারে! :@

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।