আমাদের কথা খুঁজে নিন

   

রিবেরির ক্ষোভ

জার্মানির প্রথম দল হিসেবে ২০১২-১৩ মৌসুমে ‘ট্রেবল’ (চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ) এবং ২০১৩ সালে মোট পাঁচটি (অন্য দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ) জয়ী বায়ার্নের সাফল্যের অন্যতম রূপকার রিবেরির ক্ষোভে বাড়িয়ে দিয়েছে পুরস্কারটা ক্রিস্টিয়ানো রোনালদো পাওয়ায়।

তার মতে, গত মৌসুমে রিয়াল মাদ্রিদ একটিও শিরোপা না জিততে পারেনি বলে তাদের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর কোনোভাবেই ফিফা ব্যালন ডি’অর পাওয়া উচিৎ হয়নি।

“(গত মৌসুমে) ব্যক্তিগতভাবে ও বায়ার্নের হয়ে সম্ভব সব কিছুই আমি জিতেছি। অন্যদিকে রোনালদো কোনো শিরোপা জিততে পারেনি। ”

“এটা (ফিফা ব্যালন ডি’অর) না পাওয়ায় আমি ব্যথিত নই।

তবে কিছুটা কষ্ট তো লাগছেই। ব্যালন ডি’অর আমারই প্রাপ্য ছিল। ”

ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচনের জন্য ভোট দেয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তেরও সমালোচনা করে রিবেরি বলেন “রোনালদো যে এটা জিততে যাচ্ছে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। ভোট দেয়ার সময়সীমা দুই সপ্তাহ বাড়ানো হয়েছিল। এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

এটা ফুটবল সম্পর্কিত নয়, বরং এটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। ”

গত সোমবার সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে রোনালদোর হাতে ফিফা ব্যালন ডি’অর তুলে দেয়া হয়। দ্বিতীয় বারের মতো ফুটবলের সবচেয়ে মর‌্যাদার ব্যক্তিগত পুরস্কার জয়ের পথে ১ হাজার ৩৬৫ পয়েন্ট পান তিনি। মেসি ১ হাজার ২০৫ ভোট পেয়ে দ্বিতীয় আর রিবেরি ১ হাজার ১২৭ ভোট পেয়ে তৃতীয় হন।

গত বছর রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের জার্সি গায়ে দলীয় সাফল্য না পেলেও বিবিসির সূত্র অনুযায়ী ৫৬ ম্যাচে ৬৬ গোল করেন রোনালদো।

১৫টি গোলে সতীর্থদের সহায়তাও করেন তিনি। সেই সঙ্গে পর্তুগালকে ২০১৪ বিশ্বকাপের টিকেট এনে দেয়ার পথে সুইডেনের বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফ ম্যাচে অসাধারণ এক হ্যাটট্রিক করেন।

রোনালদোর ঐ হ্যাটট্রিকের পরদিনই বর্ষসেরা ফুটবলার নির্বাচনের জন্য সময়সীমা বাড়িয়ে দেয় ফিফা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।