আমাদের কথা খুঁজে নিন

   

মাহমুদুল্লাহ জেতালেন মধ্যাঞ্চলকে

ফর্মে থাকার পরও নাঈম ইসলামের জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে। নাঈমকে ছিটকে দিয়ে জায়গা করে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে স্কোয়াডে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। জানিয়েছিলেন, লঙ্গার ভার্সান ক্রিকেটে মাহমুদুল্লাহ'র বোলিং অনেক বেশি উপযোগী। প্রধান নির্বাচকের উপলব্ধি যে ভুল নয়, সেটা বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন মধ্যাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের খেলায় স্পষ্ট হয়েছে।

মধ্যাঞ্চলকে ৩৭ রানের জয় উপহার দিয়েছেন মাহমুদুল্লাহ ঘূর্ণি জাদুতে। আগেরদিন বিসিবি উত্তরাঞ্চলকে ৭ উইকেটের জয় উপহার দিয়েছিলেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। তাইজুল দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছিলেন ১২টি। মাহমুদুল্লাহ নিয়েছেন ১২টি। ম্যাচ জেতানোর পাশাপাশি ম্যাচ সেরাও হয়েছেন মাহমুদুল্লাহ।

চার দলের বিসিএলের প্রথম দুই রাউন্ড শেষ হয়েছে গতকাল। তৃতীয় রাউন্ড ও ফাইনাল অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের পর।

৩১০ রানের টার্গেটে খেলতে নেমে দক্ষিণাঞ্চল ৩ উইকেটে ১৫৯ রান তুলে পার করেছিল তৃতীয়দিন। গতকাল ভারী কুয়াশার জন্য নির্ধারিত সময়ের অনেক পর শুরু হয় খেলা। খেলতে নামার আট রানের মধেই হারায় মো.মিথুনকে।

মিথুনকে হারানোর ধাক্কা পরবর্তীতে সামাল দিতে পারেনি। যদিও জিয়াউর রহমান, তাইবুর রহমান পারভেজ, সোহাগ গাজী চেষ্টা করেছেন। কিন্তু কোমড় সোজা করতে দেননি মাহমুদুল্লাহ। আগেরদিন ২ উইকেট নিয়েছিলেন। কাল নিলেন আরও ৩ উইকেট।

এর মধ্যে ৮২ নম্বর ওভারের প্রথম ও চতুর্থ বলে দুই উইকেট নিয়ে ২৭২ রানে গুটিয়ে দেন দক্ষিণাঞ্চলকে। সব মিলিয়ে মাহমুদুল্লাহ ২৮.৪ ওভারে ৯৬ রানের খরচে নেন ৫ উইকেট। এর মধ্যে জাতীয় দলের দুই ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ ও রুবেল হোসেনের উইকেট দুটি ছিল কট অ্যান্ড বোল্ড। প্রথম ইনিংসে ২৭.২ ওভারে ৯৪ রানে নিয়েছিলেন ৭ উইকেট। সব মিলিয়ে ১৯০ রানে ১২ উইকেট নেন মাহমুদুল্লাহ।

অবশ্য মধ্যাঞ্চলকে জয়ী হতে সহায়তা করেছেন আরেক বাঁ হাতি স্পিনার ইলিয়াস সানীও। প্রথম ইনিংসে ইলিয়াস উইকেট নিয়েছিলেন দুটি। দ্বিতীয় ইনিংসে ৮১ রানে নেন ৩ উইকেট। সব মিলিয়ে নেন ৫ উইকেট। দুই স্পিনারের ঘূর্ণির মধ্যে শেষ দিকে একাই লড়াই করেছেন অলরাউন্ডার জিয়াউর রহমান।

৪৫ রানের ইনিংস খেলেন ৭১ বলে ২ চার ও ৪ ছক্কায়। সোহাগ গাজী ২৩ রান করে ২ চার ও সমান সংখ্যক ছয়ে।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে ওয়ালটন মধ্যাঞ্চল। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিসিবি উত্তরাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৬ এবং ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের পয়েন্ট ৪।

সংক্ষিপ্ত স্কোর

ওয়ালটন মধ্যাঞ্চল : প্রথম ইনিংস, ১৬৫ ও দ্বিতীয় ইনিংস ৩৭৪ (মার্শাল আইয়ুব ১২৬, শামসুর রহমান ৬৫। আব্দুর রাজ্জাক রাজ ৪/১০৩)।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল : প্রথম ইনিংস, ২৩০/১০ (মাহমুদুল্লাহ রিয়াদ ৭/৯৪) ও দ্বিতীয় ইনিংস, ২৭২/১০, ৮১.৪ ওভার ( এনামুল হক বিজয় ৬৭, ইমরুল কায়েশ ৭৪, তাইবুর রহমান পারভেজ ৩১, জিয়াউর রহমান ৪৫, সোহাগ গাজী ২৩। মাহমুদুল্লাহ রিয়াদ ৫/৯৬, ইলিয়াস সানী ৩/৮১)।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.