শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বাইক্কা বিল জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল হিসেবে খ্যাত। এমনকি জীববৈচিত্র্যপূর্ণ বাইক্কা বিল ও হাকালুকি হাওর সরকার পাখিদের অভয়াশ্রম ঘোষণা করেছে। বাইক্কা বিলের আয়তন প্রায় ১০০ হেক্টর। এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। আইড়, কই, মেনি, ফলি, পাবদাসহ আরও অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওরে ছড়িয়ে পড়ে।
এ বিল মাছের জন্যই শুধু নয়, পাখি এবং অন্যান্য প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। এটি একটি নয়নাভিরাম জলাভূমি যেখানে হাজারো শাপলা আর পদ্মফুল ফোটে। এ ছাড়া এই বিলের বুনো বাসিন্দা আর শীতে আগত পরিযায়ী পাখিদের ভালোভাবে দেখার জন্য তৈরি করা হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। বিলের কিনারে ফোটে হাজারো ফুল। বৃষ্টিহীন উষ্ণ দিনে বিলের ফুলের পাশে আসে আরও এক দল পতঙ্গপ্রজাতি।
শীত মৌসুমে এখানে আসে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। এই বিলের উল্লেখযোগ্য পাখি পানকৌড়ি, কানিবক, ধলাবক, গোবক, ধুপনিবক, রাঙ্গাবক, দলপিপি, নেউপিপি, পান মুরগি, বেগুনি কালেম, কালোমাথা কাস্তেচরা, শঙ্খচিল ও পালাসী কুড়া ঈগল। শীতের অতিথি হয়ে এই বিলে আসে অনেক জাতের সৈকতপাখি। এ হাওরটি যথাযথ সংরক্ষণ করা গেলে প্রতিবছর বহু পর্যটক আকর্ষণ করা যাবে।
*শ্রীমঙ্গল প্রতিনিধি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।