আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে কাঙ্ক্ষিত নম্বর পেতে করণীয়

তোমাদের পরীক্ষা অতি নিকটে। এ বছর পুরনো সিলেবাসের সর্বশেষ পরীক্ষা। তাই পরীক্ষা যেন কোনোক্রমেই খারাপ না যায় সেজন্য এই মুহূর্তে স্বাস্থ্যের প্রতি যত্নবান থেকে, টেনশন না করে, প্রফুল্লচিত্তে পাঠ্যবই আদ্যোপান্ত মনোযোগ দিয়ে বুঝে পড়াশোনা কর। কেন্দ্রে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে। অন্যদিকে কিভাবে লিখলে এবং কি কি পড়াশোনা করলে তোমরা ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবে তা নিয়েই নিচে আলোচনা করা হলো।

 

কোনো প্রশ্নের উত্তর লেখার সময় শুরুতে লিখবে- Answer to the question no. (1) / Ans. to the Ques. No. (1).

Q. No.1 থেকে 8 পর্যন্ত প্রশ্ন প্রদত্ত ঈড়সঢ়ৎবযবহংরড়হ এর উপর ভিত্তি করে হয়। মোট নম্বর ৪০। পাঠ্যবইয়ের U-1-L-4, U-6-L-4,  U-7-L-3(C), U-7-L-9, U-8-L-3, U-9-L-3,  

U-10-L-4, 7, U-11-L-1, 5, U-14-L-1,2,3, U-15-L-7, U-17-L-1, U-18-L-2,3,5, 

U-19-L-4(C),6(B), U-20-L-3, U-22-L-3/6. লেসনগুলো ভালোভাবে রিভিশন দেবে।

Q.No.1 এ প্রশ্নে প্রদত্ত Seen Passage এর উপর ভিত্তি করে পাঁচটি MCQ হয়। প্রতিটির মার্কস ১ করে মোট মার্কস ৫।

প্রদত্ত অপশনগুলোর মধ্য থেকে সর্বাপেক্ষা সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখবে। যদি প্রশ্ন (ধ) এর সঠিক উত্তর (iii) mishave হয় উত্তর লিখবে এভাবে (a+iii) = mishave . Q. No. 2-  এ পাঁচটি True/False  থাকে। উত্তর সঠিক হলে True এবং মিথ্যা হলে False লিখে Correct answer লিখবে। মোট মার্কস ৫। Q.No.3 ১০টি Fill in the gaps with the given words থাকে।

মোট মার্কস ৫। এক্ষেত্রে শুধু উত্তর খাতায় লিখবে। Q. No. 4- এ প্রদত্ত শব্দগুলো ব্যবহার করে সর্বোচ্চ ৭০ শব্দের একটি Paragraph লিখতে হবে। মার্কস ৫। Q.No.5 -এ ৫টি Answering short questions  থাকে।

মার্কস ৫। Q. No. 6-‰ 10wU Fill in the gaps 

(without clue)  থাকবে, মান ৫। Q.No.7-এ Comprehension এর আলোকে প্রশ্নে প্রদত্ত cues/hints অনুসরণ করে ৭০-৮০ শব্দের মধ্যে একটি Paragraph লিখতে হবে, মার্কস ৫। Q.No. 8 -এ প্রশ্নে প্রদত্ত Comprehension এর Summary পাঁচ বাক্যে লিখতে হবে, মার্কস ৫। Q. No. 9-এ ১০টি Fill in the gaps with the given words থাকবে, মার্কস ১০।

Q.No.10- এ ১০টি Fill in the gaps (without clue) থাকবে, মান ১০। Q.No. 11-  এ Table- এ তিনটি Column থাকবে। ৩টি Column  থেকে শব্দ/ শব্দগুলা নিয়ে ধারাবাহিকতা বজায় রেখে ১০টি অর্থবহ বাক্য তৈরি করতে হবে, মার্কস ১০। Q.No.12- এ Rearrangement থাকে। মার্কস ১০।

Rearrangement  এর জন্য ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই, নিচের শ্রেণীর বিভিন্ন গল্প, বিভিন্ন বিখ্যাত ব্যক্তির জীবনী, বিভিন্ন ঘটনা বা দর্শনীয় স্থানের বর্ণনার

বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। Q.No.13- এ প্রশ্নে প্রদত্ত cues/hints/questions  অনুসরণ করে একটি Paragraph  লিখতে হবে, মান ১০। প্রশ্ন অনুসরণ না করে মুখস্থ Paragraph  লিখলে ভালো marks পাওয়া যাবে না। Q.No.14 এ প্রশ্নে প্রদত্ত cues/hints  অনুসরণ করে একটি Personal letter অথবা Composition লিখতে হবে, মান ১০। cues/hints এর সঠিক ব্যবহার করে এর লেখক ও প্রাপকের নাম উল্লেখ থাকলে তার যথাযথ ব্যবহার করবে।

বানানের ব্যাপারে অধিক সচেতন থাকবে। একটি প্রশ্নের উত্তরে একাধিক বানান ভুল হলে পরীক্ষক ভালো নম্বর নাও দিতে পারেন। হাতের লেখা হতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। কাটাছেঁড়াবিহীন ও সুন্দর-ঝকঝকে উত্তরপত্র সব শিক্ষকের পছন্দ। Overwriting করবে না।

লেখা ভুল হলে এক দাগ দিয়ে কেটে আবার লিখবে।

ইংরেজি দ্বিতীয়পত্র

Q.No.1- এ পাঁচটি Right form of Verb থাকবে। প্রতিটিতে 1 Mark করে মোট 5.  Lesson হবে পরিচিত যেখানে পাঁচটি Gap সংবলিত একটি passage দেওয়া থাকবে। Tense এর ওপর ভালো দখল থাকলে এ প্রশ্নে পূর্ণ নম্বর পাওয়া খুবই সহজ। তালিকা থেকে প্রতিটি শূন্যস্থানের উপযুক্ত Verbটি বেছে নিয়ে বাক্যের গঠন অনুযায়ী সঠিক রূপ (form) বসাতে হবে।

উত্তরপত্রে ক্রম অনুযায়ী Verb গুলো লিখতে হবে। পুরো passage লিখতে হবে না। Q.No.2 এ পাঁচটি Gap সহ একটি Passage  দেওয়া থাকবে, মান ৫। Gap এর ক্রম অনুযায়ী উপযুক্ত Preposition লিখে উত্তর লিখতে হবে। পুরো Passage লিখতে হবে না।

Q.No.3 এ ১০টি Gap  সহ একটি Passage দেওয়া থাকবে। মান ৫। Gap এর ক্রম অনুযায়ী a/an/the/x (কোনো Article না হলে x) লিখে উত্তর লিখতে হবে। পুরো Passage লিখবে না। Articleটি Small বা Capital Letter হবে কিনা তা উত্তর দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে।

Q.No.4-এ পাঁচটি Gap সহ একটি Passage দেওয়া থাকবে। মান ৫। Gap এর ক্রম অনুযায়ী উপযুক্ত Phrase/Idioms লিখে উত্তর লিখতে হবে। Q.No.5 এ একটি Passage দেওয়া থাকবে। মূলত Passage এর ওপর ভিত্তি করে একটি বর্ণনা থাকবে, যা Direct থেকে Indirect Narration-এ পরিবর্তন করতে হবে।

মান ৫। Q.No.6- এ একটি Passage থাকবে। Passage টির Underline করা ৫টি Sentence এর শেষে প্রদত্ত নিদের্শনা অনুযায়ী Sentence গুলোর পরিবর্তন করতে হবে। মান ৫। Q.No.7 এ পাঁচটি Tag Questions  থাকবে, মান ৫।

Q.No.8 এ পাঁচটি ধেঢ় সহ পাঁচটি বাক্যে উপযুক্ত বাক্যাংশ বসিয়ে উত্তর লিখতে হবে , মান ৫। Q.No.9 এ প্রশ্নে প্রদত্ত cues/hints অনুসরণ করে একটি Report লিখতে হবে, মান ১০। Q.No.10 এ প্রশ্নে প্রদত্ত cues/hints অনুসরণ করে দুটির মধ্যে একটি Composition লিখতে হবে, মান ১৫। Q.No.11 এ প্রশ্নে প্রদত্ত cues/hints অনুসরণ করে একটি Application লিখতে হবে, মান ১০। cues/hints   এর সঠিক ব্যবহার করে প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে তার যথাযথ ব্যবহার করবে।

Q.No.13 এ প্রশ্নে প্রদত্ত একটি অসম্পূর্ণ গল্পকে পূর্ণ করে উপযুক্ত title দিতে হবে। বিভিন্ন current affair items/ fables/ fictions  সম্পর্কে সম্যক ধারণা থাকলে  story  লেখা খুব সহজ। এক্ষেত্রে common story  পরীক্ষায় আসে। সব প্রশ্নের উত্তর লেখা শেষ করার পর ১০-১৫ মিনিট সময় হাতে রাখবে রিভিশন দেওয়ার জন্য। লেখায় ভুল ত্রুটি থাকলে তা তখন শুধরিয়ে নিতে পারবে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.