[িি,
আমি নিজেই জানি না আমি কতটুকু কবিতা লিখতে পারি, অথবা আমার কবিতা কি একটুও কবিতা হয়! কিন্তু তোমার চোখে আমি মহাকবি! তুমি বলো- আমার কবিতা তোমায় খুব আনন্দ দেয়, মন ভালো করে, ........................ইত্যাদি। আবার কখনও বলো- আমি কবি নই! -প্রেমিক। প্রেমিক আর কবির সম্পর্ক বুঝি না, তবে এ কবিতা তোমার জন্য। ]
................................................
যদি আমার কবিতা তোমায় করে অনন্ত যৌবণা,
তবে আমার এ কবিতা তোমার জন্য।
যদি আমার কবিতা তোমায় করে একটুও আনমনা,
তবে আমার এ কবিতা তোমার জন্য।
যদি আমার কবিতা তোমায় করে সংসারমুখী,
তবে আমার এ কবিতা তোমার জন্য।
যদি আমার কবিতা তোমায় করে একটুও সুখী,
তবে আমার এ কবিতা তোমার জন্য।
যদি আমার কবিতায় তুমি পাও সুখের আভাস,
তবে আমার এ কবিতা তোমার জন্য।
যদি আমার কবিতা বয়ে আনে তোমার দীর্ঘশ্বাস,
তবুও আমার এ কবিতা তোমার জন্য।
আমার এ কবিতা তোমার জন্য,
আমার এ কবিতা তোমার ই জন্য।
তোমার জন্য কবিতা লিখে
লিখনী আমার ধন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।