আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণবৈষম্যের শিকার প্রিয়াঙ্কা

সম্প্রতি 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এ প্রিয়াঙ্কার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারটিতে তিনি জানিয়েছেন, বর্ণবৈষম্যমূলক মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। কিছুদিন আগে আমেরিকার একটি ফুটবল লিগের কয়েকজন সমর্থক তার সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ করেন। এই সমর্থকরা তাকে 'আরবের জঙ্গি' বলে গালি দেয়।

সাক্ষাৎকারে সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা এই ঘটনার তীব্র বিরোধিতা করে জানান, কেউ তার গায়ের রং দেখে তাকে 'জঙ্গি' উপাধি দিতে পারেন এটা তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, বেশ অনেকদিন ধরেই তিনি প্রচারের আলোর মধ্যে আছেন। তাই নিজের দিকে ছুটে আসা ফুলের পাপড়িকে যেমন গ্রহণ করতে পারেন, তেমনি ধেয়ে আসা ইঁট পাটকেল সামলাতেও সক্ষম তিনি।

তবে এই ঘটনা মনে রাখতে চান না বলিউডের এই নামী তারকা। সামনের দিকে এগিয়ে যাওয়াতেই বিশ্বাসী তিনি। যারা মানুষের সম্বন্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তাদেরকে উপেক্ষা করে নিজের কাজটা আরও মন দিয়ে করতে চান প্রিয়াঙ্কা।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।