জেলা রিটার্নিং অফিসার ও কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ এ ফলাফল নিশ্চিত করেন।
মোট ৩২ হাজার ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হন জেপি (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন (বাইসাইকেল) । নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. জাকির হোসেন (নৌকা প্রতীক) পেয়েছেন ২৪ হাজার ৯৩৯ ভোট।
সহিংসতা ও অনিয়মের কারণে গত ৫ জানুয়ারি কেরমতিয়া সিনিয়র মাদ্রাসা ও চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা।
পরে ১৬ জানুয়ারি ভোট গ্রহণের কথা থাকলেও আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেনের হাইকোর্টে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ভোট গ্রহণ হাই কোর্ট ৪ সপ্তাহের জন্য স্থগিত করে।
পরে ১৯ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও জেপি প্রার্থী রুহুল আমিনের আপিলের প্রেক্ষিতে সুপ্রমকোর্টের আপিল বিভাগ হাই কোর্টের স্থগিতাদেশ স্থগিত করে ভোট গ্রহণের নির্দেশ দেয়।
কুড়িগ্রামের ভোট সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দশম সংসদের ৩০০ আসনের নির্বাচন শেষ হলো।
এতে আওয়ামী লীগ ২৩৪, জাতীয় পার্টি (এরশাদ) ৩৪, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জেপি ২, তরিকত ফেডারেশন ২, বিএনএফ ১ এবং স্বতন্ত্র ১৬টি আসন পেয়েছে।
এরমধ্যে যশোর-১ ও যশোর-২ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া রংপুর-৬ আসনে উপনির্বাচন হবে আগামী ২০ ফেব্রুয়ারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।