আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির বিষয়টি ‘বিবেচনার’ আহ্বান স্পিকারের

তিনি বলেছেন, “বিরোধী দলের আটক নেতাদের মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে। তবে স্পিকার হিসেবে আমার বিনীত আবেদন, যেহেতু অধিবেশন আসন্ন, সে কারণে এ বিষয়টিও আদালত আইনি প্রক্রিয়ায় বিবেচনা করবেন। ”
আগামী সোমবার সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ৬ জুন সংসদে বাজেট উপস্থাপনের কথা রয়েছে অর্থমন্ত্রীর।

আর সদস্য পদ টিকিয়ে রাখতে হলে সংবিধানের নিয়ম অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের সাংসদদের এ অধিবেশনে যোগ দিতেই হবে।       
বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ আগেই জানিয়েছেন, তার দল সংসদের আসন্ন অধিবেশনে যোগ দেবে। কারাগারে আটক দুই সাংসদ এম কে আনোয়ার ও বরতউল্লাহ বুলুর মুক্তি জন্য স্পিকারের হস্তক্ষেপ চেয়ে চিঠিও পাঠিয়েছে বিএনপি।
এই প্রেক্ষাপটেই শনিবার আটক সাংসদদের মুক্তির আহ্বান জানান স্পিকার।  
রাজধানীর একটি হোটেলে লায়নস ক্লাবের এ অনুষ্ঠানে সংলাপ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শিরীন শারমিন চৌধুরী।

 
তিনি বলেন, “সংসদের ভেতরে যে কোনো আলোচনাই হতে পারে। সংসদ সব আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানে আমি মুক্ত ভূমিকা নিতে পারি। আর সংসদের বাইরে কোনো সংলাপ করতে হলে সরকারি দল এবং বিরোধী দলকেই উদ্যোগ নিতে হবে। ”
বিরোধী দল সংসদে এলে তাদের দাবি নিয়ে আলোচনার সুযোগ হবে জানিয়ে স্পিকার বলেন, “বিরোধী দল যেন সংসদে সুযোগ পায় সে বিষয়ে আমি নজর রাখব, সংসদের পরিবেশ যাতে সুন্দর থাকে, বিরোধী দল যেন সংসদে বক্তব্য রাখার সুযোগ পায় তা দেখা হবে।


লায়নস ক্লাব ইন্টারন্যাশনালের ২৬তম জেলা মাল্টিপল বার্ষিক কনভেনশনের উদ্বোধন করে দুর্যোগে লায়নদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান স্পিকার।
তিনি বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই একটি দেশের জীবন মান নিশ্চিত করে না, ধনী ও দরিদ্রের বৈষম্যও দূর করতে হবে। নারী ও শিশুদের জীবন মানের উন্নয়নও নিশ্চিত করতে হবে। ”      
সংগঠনের চেয়ারম্যান নাজমুননেসা আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীও  উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।