আমাদের কথা খুঁজে নিন

   

মনোপলি আর ক্রিকেট টুর্নামেন্ট

আমার অনেক কিছু হতে ইচ্ছে করে। যেমন - ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, রাইটার। ইদানীং খুব সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে। :)

২৭/১০/১৩

প্রিয় আম্মু,

আমি অনেকদিন পর ডায়েরি লিখছি। আশা করি তোমার শরীর খারাপ ভালো হয়েছে।

আমি ভালো আছি। আমি ইদানীং ভালো ক্রিকেট খেলছি। আর আম্মু জানো সিয়াম না খেলতে গেলে অনেক চোরামি করে। খালি নিজেই আগে খেলতে নামে, আমাকে নামতে দেয় না। আর মনোপলি খেলায়ও অনেক চোরামি করে।

তুমি যে খেলার দলিল গুলি আমাকে দিয়ে দিয়েছ আমি খুব খুশী হয়েছি। আর আমার দিনগুলো আজকাল ভালো যাচ্ছে। আর তুমি কি আমাকে একটা জিনিস বানিয়ে খাওয়াতে পারবে? চিকেন টিক্কা। আর আমার কম্পিউটারে গেমস এনে ভরে দিবে।

আর কালকে জানো কি হয়েছিলো ? আমি আমার ধনী হবার মজার খেলা মেলায় গিয়ে আগে কিনে ফেলেছি।

কিন্তু সিয়ামের Video Games কিনতে গিয়ে এতো সময় লেগেছে যে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পরে আরেক দোকানে গিয়ে কষ্ট করে কিনলাম। তারপর বাড়ির পথে চললাম। পরে পৌঁছে গেলাম। তারপর আমি পড়াশুনা শেষ করে খেললাম।

তুমি তখন অফিসে ছিলে তো। ধনী হবার মজার খেলা খেলতে গিয়ে সিয়াম কিনল ৫ টি দলিল আর আমি কিনলাম ৪ টি দলিল। পরে খেলা শেষ হয়নি কিন্তু ও বলে যে ও জিতে গিয়েছে। আমি বলেছি চোরামি চলবে না। পরে রাগ করে আমি আর খেলিনি।

আমার সাথে সবসময় এমন ও করে সিয়াম।

আজ এ পর্যন্তই। আবার পরে। Good Bye

তোমার বাবুই সোনা

২৪/০১/১৪

নতুন স্কুলের কিছুই ভালো লাগে না। টিচারগুলি খারাপ।

গালি মারে স্টুডেন্টদের। এই স্কুলটা আমার একটুও ভালো লাগে না। খুব খারাপ। আইনশৃঙ্খলা বোধ কিছুই নেই। পচা কলা স্কুল।

আম্মু বলেছে , অপেক্ষা করো, কয়দিন পরেই ভালো লেগে যাবে। আমি জানি তো আমার ভালো লাগবে না। আমি আজ সকালে আম্মুর বাজার করে দিয়েছি। ১০০ টাকা দিয়েছিলো। একটা অলিম্পিয়া পাউরুটি আর দুই হালি ডিম কিনার পর ৫ টাকা বেঁচে গিয়েছে।

আম্মু বলেছে ওই টাকাটা আমার। আমি কাল স্কুলে গিয়ে একটা ললি আইসক্রিম কিনে খাবো। অরেঞ্জ ফ্লেভার আমার পছন্দের।

এবার খেলার কথায় আসা যাক। আমি ২০১৩ সালের ডিসেম্বর মাসে একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলেছিলাম আমি বিজয়ী হয়েছি।

টুর্নামেন্টে আমার মোট রান ছিল ৪৩। আমি একটা ক্রেস্ট পেয়েছি। খেলাধুলায় এটা আমার প্রথম বিজয় এবং পুরষ্কার।




আজকেও খেলা আছে কিন্তু কোনও পুরস্কারের ব্যবস্থা নেই। আমি আজ জিতে দেখাবই।

আমার আর্টিস্ট হবার ইচ্ছা নাই এখন। ক্রিকেটার হতে চাই। আমার সমাপনি পরীক্ষা শেষ হলে আমি ক্রিকেট কোচিং এ ভর্তি হবো। কিন্তু আম্মু সুযোগ পেলেই ডায়েরি লিখতে বলে। আমার সাহত্যিক হবার ইচ্ছা নাই।



আবার পরে কথা হবে। বাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।