প্রায়ই এই টাইপের সংবাদবাক্য আমরা দেখি......
রাজধানীতে জেহাদি বইসহ শিবিরকর্মী আটক:
রাজধানীর কলাবাগান থানার সেন্ট্রাল রোডে একটি মেসে তল্লাশি চালিয়ে জেহাদি বই, চাঁদার রশিদসহ শিবিরকর্মী মো. দাউদকে আটক করেছে পুলিশ। "
........................সাংবাদিকরা কি বুঝাতে চাচ্ছেন 'জিহাদ' খারাপ বা নিষিদ্ধ কোন বিষয়???
ইসলামে জিহাদ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
যারা জিহাদ করে ইন্তেকাল করেন তাদেরকে 'শহীদ' বলা হয়।
আর যারা বেঁচে থাকেন তারা হন 'গাজী'।
তাছাড়া পবিত্র কোরআন শরীফেই জিহাদের হুকুম-আহকাম নিয়ে অনেক বিষয় বর্ণনা আছে.....তাহলে কি কোরআন শরীফকেই কথিত 'জিহাদী বই' বলতে হবে? হাদীস শরীফের কথাতো রইলোই।
মূলত ইসলামবিদ্বেষী মহলরা খুবই সূক্ষ্মভাবে এধরনের কিছু ইসলামী শেয়ারের শব্দকে হেয় ও অবজ্ঞা করার জন্য এভাবে ব্যবহার করছে। আর অসতর্ক মুসলিম লেখক-সাংবাদিকরা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকে। যা মূলত ইসলামী বিশেষ বিশেষ অনুষঙ্গকে হেয় করার অচেষ্টার একটি নমুনা।
ইসলাম কখনোই উগ্রতা-সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। বরং ধর্মব্যবসায়ীরাই ইসলামকে ব্যবসার মাধ্যম বানিয়ে 'জিহাদ' নামক পবিত্র বিষয়কে যাচ্ছেতাই বিকৃত করে ফায়দা লুটতে চায়।
______তাই উগ্র-সন্ত্রাসবাদী ধর্মব্যবসায়ীদের বইগুলোকে অবশ্যই জিহাদী বই বলে উল্লেখ না করে সন্ত্রাসবাদী বই' বলা উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।