৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে উত্তর বারিধারা। ৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান ঠিক তাদের ওপরে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩০ মিনিটের সময় নাইজেরীয় মিডফিল্ডার কসোকোর ক্রস থেকে চমৎকার হেডে উত্তর বারিধারাকে এগিয়ে দেন এমদাদুল হক মনু।
৪২ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার ভিক্ট্রি অ্যান্থনি পেনাল্টি মিস করলে সমতা ফেরাতে পারেনি ব্রাদার্স।
বিরতির ঠিক আগে আবুল কালাম আজাদের ফ্রি-কিক ব্রাদার্সের গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে এলে মনুর আলতো টোকা ২-০ গোলে এগিয়ে দেয় বারিধারার দলটিকে।
৫৪ মিনিটে মিডফিল্ডার শহীদুল ইসলাম স্বপনের অসাধারণ ফ্রি-কিক থেকে ব্যবধান হয়ে যায় ৩-০।
তিন মিনিট পর বক্সের মধ্যে থেকে নেয়া অ্যান্থনির ভলি প্রথম গোল এনে দেয় ব্রাদার্সকে। ৮১ মিনিটে
মিডফিল্ডার ফয়সাল মাহমুদের দারুণ ভলি ব্যবধান আরো কমালেও হার এড়াতে পারেনি গোপীবাগের দলটি।
অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা স্ট্রাইকার জাভেদ খান ও মিডফিল্ডার মাশুক মিয়া জনি।
ফেনীর একমাত্র গোলটি বেনিনের স্ট্রাইকার ওয়াসিউ ওকালাওনের।
চট্টগ্রাম আবাহনীর চার এবং ফেনীর মাত্র এক পয়েন্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।